সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

GPS চালিত টোল প্লা’জা এবার দেশজু’ড়ে, আগামী ৬ মাসের মধ্যেই কা’জ শুরু হ’বে: নীতিন গড়কড়ি

যত দিন যাচ্ছে ততই ভারতের প্রযুক্তি আরও উন্নত হচ্ছে বিশেষ করে পরিবহন ব্যবস্থার প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এবার গোটা দেশজুড়ে রাস্তায় বসবে জিপিএস চালিত টোল প্লাজা। আর মাত্র ছয় মাস তার মধ্যেই গোটা দেশে জিপিএস চালিত টোল প্লাজা বসবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গদকরি। কাজ চালু হয়ে যাবে খুব শীঘ্রই।

আগামী ছয় মাসের মধ্যে হাইওয়েতে এই জিপিএস চালিত টোল ব্যবস্থা চালু করা হবে। পুরনো ব্যবস্থাকে কার্যত টাটা বাই বাই করতে চলেছে কেন্দ্র। হঠাৎ করে এই নতুন পদক্ষেপ এর কারণ কি? যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে বলে জানাচ্ছে কেন্দ্র!

বিশেষ করে রাজ্য এবং জাতীয় সড়কে যাতায়াত করবার সময় অপ্রয়োজনীয় টোল গেটের সামনে দাঁড়িয়ে পড়তে হয় গাড়িগুলিকে। বেশ খানিকক্ষণ ধরে নানান রকম সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। তাই সেই সমস্যা হ্রাস করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো খবর: সন্তান ৬৩ লক্ষ টা’কা পাবে ২১ বছরেই! এই স্কী’মে সু’দ বৃ’দ্ধি করলো কেন্দ্র

ফার্স্ট ট্যাগ চালিত টোল ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শিল্প সত্তা আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানার অধিকারে এন এইচ এ আই বর্তমানে টোল বাবদ আয় করে প্রায় ৪০ হাজার কোটি টাকা আর আগামী তিন বছরের মধ্যে কেন্দ্র এই আয় বাড়াতে চাইছে ১.৪০ লক্ষ কোটি টাকা!

সেদিকেই এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার আর তার জন্যই এই নতুন ব্যবস্থা। দেশের সাধারণ টোল প্লাজার বদলে জিপিএস ভিত্তিক টোল প্লাজা তৈরি করা হবে। যানবাহন থামবে না অথচ স্বয়ংক্রিয় রিডারের ব্যবস্থা করা হবে।