সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নীরজ চোপড়া পা’চ্ছে’ন বীরত্বের পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে নে’বে’ন পদক

টোকিও অলিম্পিকে ট্রাক এন্ড ফিল্ডে স্বর্ণ পদক জিতেছিলেন ভারতের অ্যাথলিট নীরাজ চোপড়া। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তাকে সম্মানিত করা হবে। ভারত সরকারের তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হবে পরম বিশেষ সেবা পদক। আজ রাস্ট্রপতির হাত থেকে তিনি সেই পুরস্কার নেবেন। ভারতীয় সেনাবাহিনীর সদস্য নীরাজ চোপড়া পরম বিশেষ সেবা পদক পেতে চলেছেন এই প্রজাতন্ত্র দিবসে।

উল্লেখ্য তিনি গত বছর অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে 86.65 মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে নিয়েছিলেন। ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে 384 জন প্রতিরক্ষাকর্মীকে বীরত্ব এবং অন্যান্য সম্মানে পুরস্কৃত করেছেন। বারোটি শৌর্যচক্র, ২৯টি বিশেষ সেবা পদক, চারটি সেরা যুদ্ধ পরিষেবা পদক, 53 টি অতি বিশেষ সেবা পদক, তেরোটি যুদ্ধ সেবা পদক এবং তিনটি সেনা পদক তুলে দিয়েছেন রাষ্ট্রপতি।

এএনআই ও তার থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে রামনাথ কোবিন 73 তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে সশস্ত্রবাহিনীর কর্মী এবং অন্যান্যদের জন্য 384 বীরত্বের পুরস্কার অনুমোদন করেছেন। এরমধ্যে বারোটি শৌর্য চক্র, তিনটি বার টু সেনা পদক এবং 81 টি সেনা পদক, দুটি বায়ুসেনা পদক রয়েছে।