সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ৫ বছর প’র কি হবে ক’রো’না’র পরিস্থিতি? কি বলছেন বিশেষজ্ঞরা?

করোনার দাপট এখন কিছুটা কমলেও , মানুষের মনে প্রশ্ন কিন্তু রয়েছে। আদৌ কি করোনা বিদায় নেবে বিশ্ব থেকে? এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে।তাই এবার এই বিষয় নিয়ে বিজ্ঞানীদের কি মতামত? সেটাই জানা দরকার।

আগামী ৫ বছরে বিজ্ঞানীরা কিভাবে দেখছেন এই করোনাকে? তার বিশদ জানবেন এই প্রতিবেদনে। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই করোনা নিয়ে গবেষণা করে চলেছে , তাই তাদের মতামত আলাদা।

তবে আমেরিকার Fred Hutchinson Cancer Research Center-এর সংক্রামক রোগ বিভাগের বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে তাদের মতামত পোষণ করেছে। তারা ভবিষ্যতে করোনার রুপরেখা কেমন হবে , সেই নিয়ে বিশদে জানিয়েছেন।

আরো পড়ুন: বি’য়ে’র তারিখ ঘোষণা করলেন দেব ও রুক্মিণী

আদৌ কি করোনা আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠবে?সেই ছবিটি দেওয়ার চেষ্টা করছে তারা। সম্প্রতি বিজ্ঞানীরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন , হয়তো করোনা এখন এন্ডেমিকের দিকে তাও করোনা বারবার ফিরে আসতে পারে তার রূপ বদল করে। নতুন রুপে।মোটকথা অন্যসংক্রামকের ক্ষেত্রে যা হয়।

তাহলে সেই নতুন রূপে আসা করোনা কি শক্তিশালী হবে না দুর্বল? আসলে সেটা আগের থেকে বলা মুশকিল। কখনও সেটা শক্তিশালী হয়ে উঠতে পারে, যেটা আগেও অনেকবার দেখা গেছে।

বাবা হয়েছে হয়তো শেষের দিকে আসা ভেরিয়েন্ট অনেক ক্ষেত্রেই দুর্বল হয়। কিন্তু না সেটা অনেক সময় ভয়ানক হয়। তাই সতর্ক আগের থেকেই থাকা উচিত।

তবে করোনা কে হয়তো পৃথিবী থেকে মুছে ফেলা যাবে না। কারণ আগেও সেটা লক্ষ্য করা গেছে।আগামী ভবিষ্যতেও থাকবে কোভিড-১৯।সময়ের সাথে সাথে নিজেকে বদলে করতে থাকবে করোনা।তবে এর সাথে মানুষ কেমন ভাবে খাপ খাইয়ে নেয় সেটাই দেখার।