সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

না প্যাডেল, না আছে ব্রে’ক না হ্যা’ন্ডে’ল! অ’দ্ভু’ত সাইকেলে দী’র্ঘ প’থ অতিক্রম করলেন বাংলার দেবেন

সম্প্রতি পেশায় সাইক্লিস্ট এক ব্যক্তি অদ্ভুত ধরনের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিলেন সাধারণ মহলে। তার তৈরি সাইকেলে চেন নেই, ব্রেক নেই, সিট নেই এমন কি গিয়ারও নেই। এমন একটি প্যাডেলবিহীন সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে গিনেস রেকর্ড করে ফেললেন ডেবরার বালিচক থানার বাসিন্দা দেবেন্দ্রনাথ বেরা।

বালিচক থেকে সবংয়ের দশ গ্রাম পর্যন্ত 33.5 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। তিন ঘন্টার মধ্যে তিনি পথ অতিক্রম করেছেন। বালিচক নেতাজি ক্লাব সংলগ্ন এলাকা থেকে তার সাইকেল যাত্রার সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হুমায়ুন কবীর। এদিন উদ্বোধনী স্থলে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ চক্রবর্তী, ডেবরার আইসি কৃষ্ণেন্দু হোতা, এসডিপিও গোবিন্দ শিকদার, ফুটবল জাগলার মনোজ মিশ্র, এবং আরো অনেকে।

সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ যাত্রা শুরু করে তিনি তার গন্তব্যস্থলে পৌঁছান পৌনে দুটো নাগাদ। উল্লেখ্য এর আগেও এমন অদ্ভুত সাইকেলের নিদর্শন দেখেছে বাংলা। জনৈক আরোহী তার তুলনায় দ্বিগুণ উচ্চতার সাইকেল গড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই সাইকেল চালিয়ে তাকে রাস্তাতে চলতে দেখা গিয়েছিল।

এরকম সাইকেল নিয়ে রাস্তায় বেরোলে সকলেই অবাক হয়ে যান। সদ্য বাঁকুড়ার সিমলাপালের পার্শ্বলা গ্রামের বাসিন্দা চঞ্চল কর্মকারের হাতে তৈরি অভিনব সাইকেল ভাইরাল হয়ে গিয়েছিল নেট পাড়ায়।