সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সত্যিই কি ১৩ সংখ্যাটি অ’প’য়া? এর পিছনে কারণটা কি?

১৩ সংখ্যাটাকে সবাই অপয়া মনে করে, আনলাকি সবার জন্যই? ১৩ সংখ্যাটাকে এড়িয়ে চলতে বলে কেন? এই সংখ্যা কি মানুষের কপালে দুর্ভাগ্য ডেকে আনার জন্য যথেষ্ট? পশ্চিমী সংস্কৃতির মতে এই সংখ্যার সাথে খারাপ ঘটনার সম্পর্ক রয়েছে? খ্রিস্টান মতে এই সংখ্যা নাকি দ্য লাস্ট সাপার শব্দের সাথে জড়িত।

যিশু নাকি ১৩ নম্বর আসনে বসেছিলেন, তবে বাইবেলে এর কোনো উল্লেখ পাওয়া যায় নি। এর জন্য আপনি যে শুধু পুরাণকে দোষ দেবেন তা কিন্তু নয়। কারণ বিজ্ঞানও যে এর সাথে জড়িত ১৯৭০ সাল ১১ এপ্রিল অ্যাপোলো ১৩ দুপুর ঠিক ১ টা ১৩ মিনিট অর্থাৎ ১৩:১৩ সময় যাত্রা শুরু হয়। একটু লক্ষ্য করে দেখবেন লিফটে ১৩ সংখ্যাটা কিন্তু ব্যবহার করা হয় না।

১৪ থেকে ফের ক্রমানুসারে চলে। এই সংখ্যা নিয়ে বিভিন্ন মুনির বিভিন্ন মত। প্রাচীন গ্রীক ভাষায় এটি ‘ট্রিসকাইডেকাফোবিয়া’ নামে পরিচিত। স্টিফেন কিং, ফ্রাঙ্কলিন বিভিন্ন ব্যাক্তির এই ভীতি ছিল। তবে এই ব্যাপার নিয়ে এক একথায় এই কুসংস্কার নিয়ে, মানুষের মধ্যে যে ভয়ের সৃষ্টি হয়েছে সেটা দূর করার জন্যি ১৮৮১ সালে নিউ ইয়র্কে একটি থার্টিন ক্লাব গঠন করা হয়।

আরো পড়ুন: অ্যাপে টাকা রাখতেই উ’ধা’ও! বি’রা’ট প্র’তা’র’ণা চ’ক্রে’র হ’দি’শ পেলো পুলিশ

আর সেখানে ১৩ তারিখে ১৩ জন সদস্য মিলে ১৩ নম্বর ঘরে বসে এই বিষয় নিয়ে আলোচনা করত। এদিকে খেলোয়াড়দের জার্সিতে ১৩নম্বর ব্যবহার করে মানুষের মন থেকে ভয় কুসংস্কার দূর করার চেষ্টা করত। তবে কিছু কিছু জায়গায় এই সংখ্যাকে শুভ মানা হয় তাই পোস্ট কার্ডের ওপরে ১৩ লেখা থাকে।