সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোনু সুদ ২০ কোটি টা’কা’র ট্যা’ক্স ফাঁ’কি দিয়েছেন: আয়কর দপ্তর

গরিবের মসিহা সোনু সুদের বিরুদ্ধেই কিনা শেষমেশ আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠলো! শুক্রবার আয়কর দপ্তরের তরফ থেকে সোনু সুদের বাড়িতে হানা দেওয়া হয়। আয়কর দপ্তরের অভিযোগ, ২০ কোটি টাকার আয় কর ফাঁকি দিয়েছেন সোনু। গত মঙ্গলবার থেকেই সোনু সুদের বাড়ি এবং অফিসে একাধিকবার হানা দেওয়া হয়েছে। তারপরে এই তথ্যের রিপোর্ট পেশ করা হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে।

উল্লেখ্য বিগত এক বছরের বেশি সময় ধরে গরিব মানুষের পরিত্রাতা হিসেবে সকলের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। করোনা দুর্গতদের থেকে যখন যেভাবে সাহায্যের জন্য আবেদন এসেছে, সেই আবেদন পূরণ করার জন্য তৎপর থেকেছেন সোনু সুদ। এখন তার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠলো। এই খবরে কার্যত তোলপাড় চলছে মুম্বাই জুড়ে।

উল্লেখ্য মঙ্গলবারেই দিল্লি সরকারের তরফ থেকে সোনু সুদকে শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। আর সেই দিনেই আয়কর দপ্তর তার বাড়িতে হানা দেয়। এরপর জানা যায়, বুধবার সোনুর অফিসসহ ৬টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা।

এছাড়াও সোনু সুদের বিরুদ্ধে বিদেশি অনুদান সংক্রান্ত আইন লংঘন করার অভিযোগ দায়ের করা হয়েছে। বিদেশ থেকে প্রায় ২.১ কোটি টাকার অনুদান সংগ্রহ করেন সোনু। উল্লেখ্য সোনুর অনুরাগীরা অবশ্যই এর পেছনে রাজনীতির ইঙ্গিত পাচ্ছেন। কারণ সোনু আম আদমি পার্টিতে যোগদান করতে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। তারপরেই কার্যত তার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।