সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্তান ৬৩ লক্ষ টা’কা পাবে ২১ বছরেই! এই স্কী’মে সু’দ বৃ’দ্ধি করলো কেন্দ্র

মোদি সরকারের তরফ থেকে নতুন সুখবর। ২০২৩ সাল থেকে ২৪ সালের আর্থিক বছরের শুরুতে জন্য যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয়ের স্কিম গুলি রয়েছে সেগুলির সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে মোদি সরকার। সেই তালিকায় রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই স্কিমে সুদের হার বাড়িয়ে ৭.৬০ থেকে করা হয়েছে ৮ শতাংশ।

কোন ব্যাংকের এফডি থেকে এই স্কিমে সুদের হার অনেক বেশি। সুকন্যা বৃদ্ধি যোজনা সুদের হার এৈমাসিকের ভিত্তিতে করা হয়। তিন মাস অন্তর পরিবর্তন হয় এই যোজনার সুদ। বিশেষজ্ঞদের মতে কন্যা সন্তান জন্মের পরেই এই স্কিমে যদি বিনিয়োগ করে বিনিয়োগকারীরা তবে ৭. ৬০ থেকে ৮% রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

যেকোনো ব্যক্তি যদি তার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, তবে তাদের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা একদম অন্যতম একটি যোজনা। কন্যা সন্তান জন্মানোর পরেই এই স্কিম করা যেতে পারে। এই স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

তবে এই স্কিমের ম্যাচিউরিটির সময় হল ২১ বছর তবে ,১৮ বছর পর যে কোন ব্যক্তি এই পলিসির ম্যাচুরিটির পরিমাণের থেকে ৫০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন । অনেকেই চাইলে ২১ বছর পর্যন্ত অপেক্ষা করে তারপর পুরো টাকা একসাথেও তুলে নেওয়া যাবে।

আরো খবর: আ’গে খে’য়ে নিন পরে দা’ম মেটান, এখন আলফানসো আম মি’ল’বে EMI-তে! অভিনব কা’য়’দা ব্যবসায়ীর

এই স্কিমে যদি কেউ মাসে ১২,৫০০ টাকা করে বিনিয়োগ করেন সে ক্ষেত্রে বিনিয়োগকারীরা একটি আর্থিক ক্ষেত্র ৮০ সি এর আওতায় প্রায় ১.৫ লক্ষ টাকা আয়কর সুবিধা পাবে।

প্রতি মাসে যদি ১২,৫০০ টাকা করে বিনিয়োগ করা হয় তবে মেয়ের বয়স ২১ বছর হলে ম্যাচুরিটির পরিমাণ দাঁড়াবে ৬৩ লক্ষ ৭৯ হাজার 634 টাকা।

এই যোজনা তে সব থেকে বেশি টাকা এক বছরে বিনিয়োগ করা যাবে ১.৫ লক্ষ টাকা এবং বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ হলো ২৫০ টাকা।