সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশে যে’তে হ’বে না, এবার পশ্চিমবঙ্গেই দ্বিতীয় বৃন্দাবন

বৃন্দাবন দর্শনের জন্য এবার থেকে আর উত্তরপ্রদেশে দৌড়াতে হবে না। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। এবার নাকি বাংলার মাটিতে তৈরী হচ্ছে বৃন্দাবন। যাকে এক কথায় বলতেই হয় দ্বিতীয় বৃন্দাবন। শুধুমাত্র বাংলা নয় বাইরে থেকেও অজস্র ভক্ত আসছে, শ্রীকৃষ্ণের লীলা ভূমি বলে কথা, সেখানে যাওয়ার জন্য মানুষের একটা মনে আশা থাকেই।

কিন্তু সেটা কজনের আর পূরণ হয় বলুন? শোনা যাচ্ছে লাল্মাটির জেলা বাকুড়ার তাল্ড্যাংরা ব্লকের পাচমুড়ায় গড়ে উঠেছে এই দ্বিতীয় বৃন্দাবন। আমরা সবাই জানি টেরাকোটার জন্য এই অঞ্চল বিখ্যাত। পাচমুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার পথেই নাকি এই বৃন্দাবন গড়ে উঠেছে।

মন্দির তৈরী করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। মূল মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের এক অপূর্ব সুন্দর এক মন্দির। তার পাশেই নাকি আবার রয়েছে কালীমন্দির। মূল মন্দিরের পাশেই রয়েছে একটি মহাদেবের মন্দির। বেশ কয়েকটি সিড়ি রয়েছে, এগোলেই পাশে পাবেন তুলসী মঞ্চ।

আরো খবর: ফের সা’র্জি’ক্যা’ল স্ট্রা’ই’ক নিয়ে প্র’শ্ন করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং

সিড়ি দিয়ে উঠে পাবেন রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরে আপনি যখনি ঢুকবেন তখনই দেখতে পারবেন সেগুন কাঠের সিলিং, সেখানে রয়েছে অপূর্ব সব কাজ।

সিলিং এ রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি। মানুষদের সাধ্যের মধ্যে রয়েছে এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শন করা। তাই এখন দেখা যাচ্ছে শুধু বাংলা নয় বাইরে থেকেও মানুষজন এসে ভিড় জমাচ্ছে।