সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেকেই নিজে বি’য়ে করলেন এই তরুণী, ছাপানো হলো বি’য়ে’র কার্ড

একসময়ের নারীকে কখনোই সামাজিক মর্যাদা দেওয়ার ব্যাপার ছিল না, পুরুষরা ছিল সমাজের প্রধান তবে আজকে সমস্ত প্রথা ভেঙে নারীরা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে। নিজেদের পুরুষদের সমসাময়িক করে তুলতে পারছে, আজকাল মেয়েরা পারেনা এমন কোন কাজ নেই। বাইরে থেকে ঘর সমস্তকিছু চালানোর ক্ষমতায় রয়েছে একজন নারীর কাছে।

সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিয়ত বিভিন্ন লড়াইয়ের সাথে নিজেদের প্রতিষ্ঠা করছে তারা। সমাজের বিভিন্ন স্তরে মেয়েরা নিজেদের ক্ষমতাকে প্রদর্শন করেছে তবে এই বারে যে ঘটনাটি একটি তরুণী ঘটিয়েছে সেটা সত্যিই আর পাঁচটা ঘটনা থেকে একদমই আলাদা কারণ, সেই তরুণী বিয়ে করছেন।

হ্যাঁ বিয়ে করাটা অস্বাভাবিক কিছু নয়, সমাজের প্রত্যেকটা নারী-পুরুষই বিয়ের পিঁড়িতে বসে থাকেন, কিন্তু এইখানে এই তরুণীর ব্যাপারটা আলাদা কারণ সেই তরুণী কোন পুরুষকে বিয়ে করছে না, করছেন নিজেকেই। হ্যাঁ ঠিকই শুনেছেন! নিজেকেই বিয়ে করছেন। আর পাঁচটা বিয়েতে যেভাবে জোগাড় করতে হয় ঠিক সেভাবেই তোড়জোড় চলছে।

আরো পড়ুন: রূপঙ্কর পা’শে পেলেন নচিকেতাকে, কেকে-কে নিয়ে মুখ খুলতেই ক’টা’ক্ষে’র শি’কা’র গায়ক

আগামী ১১ ই জুন তাঁর বিয়ে। তরুণী জানিয়েছেন, একটি ওয়েব সিরিজের একটি কথা তাকে ভাবতে বাধ্য করেছিল,”প্রত্যেকটি নারী কনে হওয়ার স্বপ্ন দেখে কিন্তু স্ত্রী হওয়ার নয়”। ২৪ বছরের এই তরুণী নিজেকেই বিয়ে করবেন। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, এই ঘটনাটি ঘটেছে গুজরাট ভদোদরার। সমাজের প্রথা ভাঙার মূল উদ্দেশ্য তবে এই সিদ্ধান্তকে মেনে নেওয়ার মানে এই নয় যে পুরুষদের অসম্মান করা।

ওই তরুণীর নাম শামা বিন্দু। পুনের একটি সংস্থার সিনিয়র রিক্রুটার হিসেবে নিযুক্ত। সোশিয়লজি স্নাতকোত্তর এর পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করে রয়েছেন। বিন্দুর মতে, নিজেকে যদি বিয়ে করা হয় তবে নিজেকেই নিজের পাশে থাকার জন্য প্রতিজ্ঞা করতে হয়। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে আরো অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করবে, এবং যা ভবিষ্যতে সুখ এনে দেবে।

তবে কেনইবা এরকম ভাবে নিজেকে নিজের বিয়ে করার ব্যাপারটি মাথায় এল? এই বিষয়ে তিনি জানিয়েছেন,”এই ভাবনাটা এসেছে একটি কানাডিয়ান ওয়েব সিরিজ “অ্যান উইথ আরমান ই” দেখে, তবে এই রকম একটি বিয়ে করে আমি নিজেকে প্রাপ্তবয়স্ক এবং নিজেকে স্বীকৃতি দিচ্ছি”। তবে এই বিয়েটি শুধু আইনি মতেই হচ্ছে না বিন্দু জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে রাজি তাঁর পরিবার এবং প্রত্যেকেই তাঁর পাশে রয়েছেন।

নিজেকে বিয়ে করার ব্যাপারটি কি একেবারেই আইনগত ব্যাপার? সে বিষয়ে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রকম কাজে কোনো বাধা নেই। সামাজিকভাবে এই কাজ করতেই পারে তবে এই ধরনের কাজ করার জন্য বিভিন্ন জায়গা থেকে নানান মন্তব্য আসার সম্ভাবনা রয়েছে।