সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪ ঘন্টা ধরে জ্ব’লে’ই চলেছে কো’ভি’ড আ’ক্রা’ন্ত’দের ম’র’দে’হ! প্রমাণ লো’পা’টে ব্য’স্ত চীনা পুলিশ!

লক্ষ্য করলে দেখা যাবে দেশ জুড়ে এখনও চলছে করোনার মৃত্যু মিছিল। আপনি হয়ত শুনে ভাবছেন এখানে কোন দেশের কথা বলা হচ্ছে? কারণ ভারতে তো আর করোনার খবর কানে আসছে না। তাহলে? আসলে এটি চিনের অবস্থার কথা বলা হচ্ছে। কারণ চিন বিশ্ব থেকে নিজেদের এই রুপটিকে লুকিয়ে রেখেছে, চিনের করোনা পরিস্থিতি যে এখনও স্বাভাবিক নয়, সেটা তারা জানাতে চাইছে না বিশ্ববাসীকে।

কিন্তু গোপ্ন সূত্রে জানা যাচ্ছে, চিনে নাকি করোনার মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে যার কারণেই চিনের শশ্মানে মৃতদেহ পুড়ছে ২৪ ঘন্টা জুড়েই। এই অমানবিক ছবি ফুটে উঠেছে চিনের বুকে, মানুষের মৃত্যু মিছিল চিনের বুকে, যা একেবারে ক্ষতবিক্ষত করে দিচ্ছে ম্নাউষকে। নিজেদের পরিবারের আপন কাউকে হারিয়ে তারা একেবারে ভেঙ্গে পরেছে। কিন্তু চিন সরকারের কোনো হেলদোল নেই।

বর্তমানে জানা যাচ্ছে চিনে নাকি প্রতিদিন ২০০ জনের বেশী মানুষ মারা যাচ্ছে, এই মৃতদেহ গুলি সৎকারের জন্য নাকি চিনা সরকার এক বিশেষ বাহিনী গঠন করেছে, মৃতদেহ লোপাটের কাজ করছে এই বাহিনী। চিনে থাকা পশ্চিমের সাংবাদিকদের দাবি, গত সোমবার নাকি চিনের শশ্মানে প্রতি ৫ মিনিট অন্তর একটি করে মৃতদেহ সতকার করা হয়েছে।

আরো খবর: দিল্লি যাতে যে’তে না হয়! নিজের জা’লে’ই কি জ’ড়ি’য়ে পড়ছেন কেষ্ট? কি বলছেন আইনজীবীরা?

একটা সময় ভিড় এতটাই পরে যায়, যে একটা লম্বা লাইন পর্যন্ত পরে যায়। আর যখন সাংবাদিকেরা শশ্মানের সামনে চলে আসে তখনই চিনা পুলিশ তাদের ওপরে চড়াও হয় ও তাদের মারধর করে। তারা আরও দাবি করে, এখানেই শেষ নয় মৃতদেহ লোপাট করার জন্য চিনের সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

কোভিডের মৃতদেহ গুলোকে অন্যত্র দাহ করার ব্যবস্থা করা হয়েছে। লোকচক্ষুর আড়ালে এই ধরনের কাজ করা হয়েছে। মৃত ব্যাক্তির পরিবার পরিজনদের মিথ্যা কথা বলে দেহ অন্যত্র সড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিত্যদিন হাজার হাজার মানুষ দাহ করা হচ্ছে শশ্মানে, যেই তথ্য লুকিয়ে যাচ্ছে চিনা প্রশাসন, এমনটাই দাবি করেছে ফরাসি সাংবাদিক।