সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাবজি খেলতে বা’ধা দেওয়ায় গো’টা পরিবারকে গু’লি করে মা’র’লো পাক নাবালক

গেম অনলাইন হোক বা অফলাইন খুব তাড়াতাড়ি মানুষকে অ্যাডিক্টেড করে তোলে। আর এই গেমের পরিণতিও কিছু কিছু ক্ষেত্রে চূড়ান্ত হয়। অনলাইন গেমে আসক্তির জেরে আত্মহত্যা, খুনের ঘটনাও ঘটে। তবে এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঘটল এক মর্মান্তিক ঘটনা। মায়ের কাছে পাবজি খেলতে বাধা পেয়ে পুরো পরিবারকেই গুলি করে খুন করল এক ১৪ বছরের নাবালক। অভিযোগ, মা, দাদা, দিদি এবং বোন, একে একে পরিবারের সবাইকে গুলি করে সে।

ঘটনা প্রসঙ্গে উঠে এসেছে নানা তথ্য। দিন কয়েক আগে বছর পঁয়তাল্লিশের স্বাস্থ্যকর্মী নহিদ মুবারক, তাঁর ২২ বছরের ছেলে তৈমুর, ১৭ এবং ১১ বছরের দুই কন্যার মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির মধ্যেই চারটি রক্তাক্ত দেহ পড়েছিল। তবে একই বাড়িতে থাকা ছোটছেলেকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তাই পুলিশ তাকেই জিজ্ঞাসাবাদ করে। যা সাধারণত অবাক করেছে পুলিশকে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ছেলেটি প্রথমে জানায়, সে ওপর তলার ঘরে ঘুমিয়ে ছিল। সকালে উঠে দেখে বাড়ির সবাই মৃত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু কিশোরের কথাবার্তায় অসঙ্গতি পায় পুলিশ। জেরা করতেই সে স্বীকার করে, মা, দাদা, দিদি এবং বোনকে সে গুলি করেছে। কেন জানতে চাওয়া হলে ১৪ বছর বয়সী সেই নাবালক জানায়, সে পাবজি খেলত বলে মা তাকে বকাবকি করতেন। ঘটনার দিনও ভীষণ বকেছিলেন। তাই রাগের মাথায় প্রথমে মা, ও তারপর পরিবারের বাকি সদস্যদের গুলি করে খুন করে সে।