সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশবাসীকে আ’রো ৩ মাস ফ্রি-তে রেশন, বড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা – এই প্রকল্পটি ২০২০ সালের মার্চ মাস থেকে শুরু করা হয়েছিল। যখন সারা বিশ্ব জুড়ে করোনা থাবা বসাতে শুরু করে দিয়েছে। এমন অবস্থায় যাতে গরীব দুঃখী মানুষের না খেতে পেয়ে মারা যান সেই কারণেই এই যোজনা শুরু করেছিলেন কেন্দ্রীয় সরকার। এই যোজনায় প্রতিটি পরিবার মাথা পিছু ৫ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন।

এই যোজনা ৩ মাসের জন্য শুরু করা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠিন সময়ের পরিপ্রেক্ষিতে এই ফ্রি রেশনের সময় সীমা বাড়িয়ে গেছেন তিনমাস তিনমাস করে। এভাবে একাধিক বার বাড়ানো হয়েছে এই যোজনার সময় সীমা। শেষ বার সেই সীমা বাড়িয়ে করা হয় সেপ্টেম্বর মাসের 30 তারিখ। এবার নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক 2 দিন আগে আরও একবার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার। নতুন সিদ্ধান্তের ফলে এবার এই যোজনা চালু থাকবে ডিসেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, মিনিস্ট্রি অফ কনজ্যুমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন -এর ডিপার্টমেন্ট বিভাগ এই স্কিমটি পরিচালনা করে। এই স্কিম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারেবারেই বলেছেন, এই স্কিম চালু থাকায় দেশের কোনও নাগরিক না খেয়ে থাকবে না।

আরো পড়ুন: সুখবর, পুজোর আ’গে DA বা’ড়’লো ৪ শতাংশ

তাই এই যোজনার আওতায় থাকা সাধারন মানুষ কেন্দ্রের তরফে নেশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট-এর আওতায় মোট 80 কোটি সুবিধাভোগীকে খাদ্যশস্য প্রদান করা হয় বলে জানা যাচ্ছে। অতএব বলা চলে এই উৎসবের মরশুমে সাধারণ মানুষদের চিন্তা একটু হলেও লাঘব হলো। তাঁরা ফ্রীতে আরো কটা মাস রেশন পাওয়ার সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যা একজন দিন আনা দিন খাওয়া মানুষের জন্য অনেকটা সস্তির খবর।