সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপেক্ষা করছিলেন সকলেই! অবশেষে ৬-১২ বছরের ছেলে-মেয়েদের Covaxin টি’কা’র ছাড়পত্র

এই খবরের অপেক্ষাতেই হয়তো বহু মানুষ এতদিন প্রতীক্ষা করেছিল। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটলো বলা যায় ইতিমধ্যেই ৬-১২ বছরের সমস্ত শিশুদের ভারত বায়োটেক দ্বারা তৈরি কোভ্যাক্সিন টিকা দেওয়ার অনুমতি প্রদান করল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া।

এখন থেকে ৬-১২ বছরের শিশুরাও পাবে কোভ্যাক্সিন টিকা। তবে এ ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইউটিউব থেকে কিছু শর্ত জারি করা হয়েছে। শিশুদের এই ভ্যাকসিন দেওয়ার আগে মানতে হবে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। প্রথমেই নিয়মিত ডেটা সার্ভে করতে হবে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা কে।

আগামী দুই মাসেই সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে প্রতি ১৫ দিন অন্তর সার্ভে খতিয়ে দেখার কথাও বলা হয়েছে। তার সাথে পাঁচ মাস অন্তর শিশুদের ওপর ভ্যাকসিনের প্রভাব ও প্রতিক্রিয়া খতিয়ে দেখতে হবে।

আরো পড়ুন: বি’রা’ট স’ত’র্ক’বা’র্তা বিজ্ঞানীদের, বিশ্বে খাদ্যের ভান্ডার শে’ষ হ’য়ে যা’বে ২০৫০ সালের ম’ধ্যে

শুধু কিন্তু কোভ্যাক্সিন নয় তার সাথে জাইকভ-ডি (Zycov-D) ভ্যাকসিনকেও জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। DCGI জানিয়েছে, ১২ বছর ঊর্ধ্বে সকলের জন্যই জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) টিকা প্রস্তুতকারক সংস্থার জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরিভিত্তিতে প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন: গভীর রাতে বাসে আগুন লা’গি’য়ে দিয়ে পা’লা’লো মাওবাদীরা, যাত্রীদের চিৎকারে ছু’টে এ’লো গ্রামবাসীরা

এদিকে আবার ১২ থেকে ১৭ বছর বয়সীরা টিকা নিতে পারবে কোভ্যাক্স। Covovax -কে দেশের কোভিড ড্রাইভে সংযুক্ত করার জন্য আবেদন জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট, সেটাই এবার সংযুক্ত করা হয়েছে আর জাতীয় টিকাকরণ প্রোগামের অন্তর্ভুক্ত করেছে National Advisory Group on Immunization