সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মু’হূ’র্তে ধ্বং’স হয়ে যাবে শ’ত্রু’র বিমান! ক্ষেপণাস্ত্রের প’রী’ক্ষা সফল করলো DRDO

ভারতীয় সেনাবাহিনী হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী।এই বাহিনীতে মোট সেনা-জওয়ানের সংখ্যা ১১,৩০,০০০ (এগারো লক্ষ ত্রিশ হাজার) জনেরও বেশি এবং সংরক্ষিত ট্রুপসের সংখ্যা প্রায় ১৮,০০,০০০ (আঠারো লক্ষ) । ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি সব হাতিয়ার বা অস্ত্র।

এবার এই লিস্টে যোগ হল নতুন একটি পালক।‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (ভিএস-এইচওআরএডিএস) – এর সফল পরীক্ষামূলক ট্রায়াল সম্পূর্ণ হল। এরই দেশীয় প্রযুক্তিতে তৈরি অতি স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র । পরীক্ষাটি সম্পন্নের করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও)।

মঙ্গলবার ওড়িশার চাঁদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র (ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটি উঠক্ষেপণ করা হয় যা বঙ্গোপসাগরের আকাশে নিখুঁত ভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।

আরো খবর: সশরীরে আদালতে হা’জি’র হয়ে কিছু বলতে ই’চ্ছু’ক পার্থ, তবে কি সব ফাঁ’স করেই দেবেন প্রাক্তণ মন্ত্রী?

এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত কম উচ্চতায় ওড়া শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ‘ইলেকট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম’-এর সাহায্যে চিহ্নিত করে তা ধ্বংস করতে পারে।এক জন সেনাই বহন করতে এবং ছুড়তে পারেন এই মিসাইল।

ক্ষেপণাস্ত্রের নাম ভিএস-এইচওআরএডিএস। এর নকশা তৈরি, নির্মাণ, পরীক্ষা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের প্রযুক্তি তৈরিতে ডিআরডিওর বিজ্ঞানীরা প্রধান ভূমিকা নিয়েছিলেন এবং সহযোগী হিসেবে কাজ করেছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ল্যাবরেটরি (ডিআরডিএল), হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই) এবং পুণের আর অ্যান্ড ডি ইঞ্জিনিয়ার্সের বিজ্ঞানীরা।