সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের রেকর্ড, একসঙ্গে ৩৬ টি উপগ্রহ নিয়ে মহাকাশে পা’ড়ি দি’লো ISRO-র রকেট

ইসরোর মুকুটে আরেকটি নতুন পালক, এটা তাদের কাছে নতুন কিছু নয় কারণ এর আগেও তারা একই কাজ করেছে।অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল এলভিএম-থ্রি রকেট, যেখানে রয়েছে ৩৬ টি উপগ্রহ। একবারে ৩৬ টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল এলভিএম – থ্রি।

কিছুদিন আগেও ইসরো একই ভাবে ৩৬ টি উপগ্রহ সফল ভাবে মহাকাশে পাঠিয়েছে। আজ রবিবার ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এই সফল উৎক্ষেপণ সম্পন্ন করল। ৩৬ টি উপগ্রহ বহন করে নিয়ে যাওয়া মুখের কথা না, তাই এলভিএম-থ্রি রকেটের বিশেষ গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

এই রকেটের দৈঘ্য ৪৩.৫ মিটার, ওজন ৬৪৩ টন। স্বাভাবিকভাবেই এত উচ্চতা সম্পন্ন রকেট গুলি কয়েকটি ভাগে বিভক্ত থাকে, ঠিক একইভাবে এই রকেট তিনটি ভাগে বিভক্ত। এই রকেট যে ৩৬ টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল সেগুলো হল, মার্কিন মুলুকের ওয়ানওয়েবের।

আরো খবর: আ’ত্ম’হ’ত্যা করলেন বি’খ্যা’ত তারকা অভিনেত্রী

১৫০ কেজির উপগ্রহ গুলো মোট ১২ টি বিমানে উড়িয়ে নিয়ে আসা হয়।ভারতের ভারতী এন্টারপ্রাইজ এই সংস্থার এক প্রধান বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার। ইসরো বারবার প্রমাণ করছে যে তারা মহাকাশ বিজ্ঞানে দিনের পর দিন কতটা এগিয়ে যাচ্ছে।

ইতিমধ্যেই অন্যান্য দেশের সাথে মিলে আগামী কাজগুলো পরিকল্পনা করছে। ইতিমধ্যেই চন্দ্রযান থ্রি নিয়ে ইসরো অনেকটাই ব্যস্ত রয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী জুন মাসের মধ্যেই ফের চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান -৩ । তাছাড়া আরো কয়েকটি মিশন নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত রয়েছে ইসরো, যার মধ্যে অন্যতম প্রথমভাবে মহাকাশে মহাকাশচারী পাঠানো।