সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হা’তে মা’ত্র ২ দিন, ফের বা’ড়’তে চলেছে পেট্রোল ও ডিজেলের দা’ম

যুদ্ধ লেগেছে ইউক্রেন-রাশিয়ার মধ্যে। কিন্তু তার প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। দাম বেড়েছে সোনা-রুপো থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের।

এমনিতেই পেট্রোল-ডিজেলের দাম ১০০-র গণ্ডি পার করাতেই নাস্তানাবুদ হয়েছেন গৃহস্থরা, তার উপরে যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দাম বাড়ায়, তরতরিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।

শনিবার ১২ মার্চ পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে বড় বড় শহরগুলিতে।আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম তিন সংখ্যার গণ্ডি পার করেছে যুদ্ধ লাগার পরই।

আরো পড়ুন: The Kashmir Files: মুক্তি পেতেই রে’ক’র্ড ব্রেক করলো, কতো কামাই হ’লো প্রথম দিনে?

তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার পার করেছে। কিন্তু এখনও অবধি দেশীয় বাজারে তার প্রভাব পড়েনি। বিগত চার মাস ধরেই জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।

গত ১ ডিসেম্বর শেষবার জ্বালানির তেলের দাম পরিবর্তিত হয়েছিল দিল্লিতে। সেখানে লোকাল সেলস ট্যাক্স বা ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪ শতাংশ করা হয়েছিল।

ফলে পেট্রোলের দাম ৮ টাকা কমে ৯৫ টাকা ৪১ পয়সায় কমে দাঁড়ায়। তবে ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সাতেই অপরিবর্তিত ছিল।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায়, বাজারে জল্পনা শুরু হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই জ্বালানির দাম লিটার প্রতি ১২ থেকে ১৫ টাকা বাড়তে পারে। ওয়েল মার্কেটিং যে সংস্থাগুলি রয়েছে, সেগুলিও দাম বাড়াতে পারে।