সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কম্পিউটার কো’র্স করা থাকলেই করতে পারবেন আবেদন, রয়েছে ২৫০ টি শূন্যপদ, জানুন বি’শ’দে

নিয়োগ হতে চলেছে রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ডে। বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ২৫০ টি শূন্যপদে লোক নেওয়া হবে। কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটটি হল – https://rsmssb.rajasthan.gov.in/ –

এর মাধ্যমে আবেদন করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ –

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ৩ সেপ্টেম্বর, ২০২১-এ। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর, ২০২১। আবেদনের পর প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি।RSMSSB কম্পিউটার পদে ২৫০ জন নিয়োগে শূন্যপদের বিবরণ –

১. General Category-র মানুষজনের জন্য ৭৯ টি শূন্যপদ রয়েছে।
২. Economically Weaker Section -এ অন্তর্ভুক্ত মানুষজনের জন্য ২২ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে।
৩. OBC Category-র মানুষজনের জন্য ৪৬ টি শূন্যপদ রয়েছে।
৪. ১১ টি শূন্যপদ রয়েছে EBS ক্যাটেগরির মানুষজনের জন্য।
৫. SC -দের জন্য ৩৫ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে।
৬. ST-দের জন্য ২৬ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে।
৭. TSP এলাকার মানুষজনের জন্য ৩০ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে।
৮. সাহারিয়ার জন্য রয়েছে ১ টি শূন্যপদ।

আবেদনের যোগ্যতা :

১. গণিত, অর্থনীতি বা স্ট্যাটিসটিক্স -এ ডিগ্রি থাকতে হবে
২. কম্পিউটার-এর কোনও কোর্স করা থাকতে হবে। প্রার্থীর কাছে ডিগ্রি, ডিপ্লোমা বা যেকোনো সার্টিফিকেট থাকতে হবে।

আবেদনের বয়সসীমা

১৮ – ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের ফি –

আবেদনের জন্য General Category-র প্রার্থীদের ফি ৪৫০ টাকা এবং BC/EBC (NCL) রাজস্থানের প্রার্থীদের দিতে হবে ৩৫০ টাকা করে এবং SC, ST বা PWD প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা।

আবেদনের প্রক্রিয়া –

১. আবেদনের জন্য প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট www.sso.rajasthan.gov.in -এ যেতে হবে।
২. যেতে হবে Job Notification-এ।
৩. Recruitment বোতামে ক্লিক করতে হবে।
৪. প্রয়োজনীয় তথ্য এবং ছবি আপলোড করতে হবে।
৫. আবেদনের ফি সাথে দিতে হবে।
৬. আবেদন পত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিয়ে রাখতে হবে।