সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪০০ টা’কা’র টি’কা বি’ক্রি হচ্ছে ১০০০ টা’কা’য়, পাঞ্জাব সরকারের বি’রু’দ্ধে সুর চড়ালো বিজেপি

পঞ্জাব সরকারের বিরুদ্ধে অভিযোগ BJP-র।৪০০ টাকার টিকার ডোজ ১,০০০ টাকায় বিক্রি পঞ্জাব সরকারের।পাঞ্জাব সরকারকে সরকার ডোজপিছু টিকা হয়েছিল ৪০০ টাকা।

কিন্তু পাঞ্জাব সরকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালকে তা ১,০০০ টাকায় বিক্রি করছে। এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর।

সম্প্রতি একটি ভিডিয়োবার্তায় তিনি অভিযোগ করেন,”টিকা থেকেও মুনাফা লুটছে পঞ্জাবের কংগ্রেস সরকার।” কীভাবে সেই কাজ ‘হচ্ছে’, সেই ব্যাখ্যাও দেন। দাবি করেন, “৪০০ টাকা দরে ১.৪০ লাখ কোভ্যাক্সিনের ডোজ কিনেছিল ক্যাপ্টেন অমরিন্দর সিং সরকার। সেই টিকা আবার ২০ টির মতো বেসরকারি হাসপাতালকে ডোজপিছু ১,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে।”

এছাড়া জাভড়েকর আরও বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলি আবার সাধারণ মানুষকে ১,৫০০ টাকায় সেই ডোজ বিক্রি করছে।’ বর্ষীয়ান এই বিজেপি নেতা দাবি করেন,’পুরো রাজ্য করোনায় ধুঁকছে। কিন্তু অপরিকল্পিতভাবে টিকাকরণ হচ্ছে। নমুনা পরীক্ষার উপরও জোর দেয়নি রাজ্য সরকার। তার ফলে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। কিন্তু তা নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। গত তিনদিন ধরে কংগ্রেসশাসিত রাজ্যের প্রথমসারির নেতারা দিল্লিতে পড়ে আছেন। তাহলে রাজ্যের দিকে কে নজর দেবেন?’