সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সশরীরে আদালতে হা’জি’র হয়ে কিছু বলতে ই’চ্ছু’ক পার্থ, তবে কি সব ফাঁ’স করেই দেবেন প্রাক্তণ মন্ত্রী?

কম জল ঘোলা হয়নি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। ED ও CBI- এর হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার গহনাসামগ্রী।এই অর্পিতা পেশায় ছিলেন মডেল ও অভিনেত্রী।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কুন্তল ঘোষ, বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার ঘনিষ্ঠ তাপস সকলেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা।

মঙ্গলবার , দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ব্যাঙ্কশাল কোর্টে শুরু হয় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল শুনানিতে যোগ দেন পার্থ এবং আলিপুর মহিলা সংশোধনাগার থেকে যোগ দেন অর্পিতা। ভিডিও সবসময় অন থাকলেও যে যখন কথা বলে, তখন তাঁর ক্যামেরার অডিয়ো অন করা হয়।

এই সুযোগে কার্যত চোখে চোখে কথা বললেন পার্থ ও অর্পিতা। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়কে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তার আইনজীবী মারফত জানিয়েছেন ভার্চুয়াল হাজিরাই যথেষ্ট নয়।

আরো খবর: নিজেই আদালতে সওয়াল করবেন! নি’য়ো’গ মা’ম’লা নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

সশরীরে আদালতে হাজির হতে চান তিনি। শুনানির সময় পার্থ বিচারপতিকে জানান, ” তাঁর শরীর ভালো নেই, পা ফুলে গিয়েছে।” তিনি আরও বলেন, ‘যদি মরেই যাই, তাহলে আর বিচার করে লাভ কি।’ বিচারক এরপর তার কাছে জানতে চান যে তার আরও কিছু বলার আছে কি না?

আদালতে হাজির হয়ে তিনি নতুন কিছু বলতে চান কি না? অন্যদিকে পার্থ জানিয়েছেন, তাঁর কিছু বলার রয়েছে,এবং আদালতে উপস্থিত থেকেই তিনি তা বলতে চান । নিয়োগ দুর্নীতিতে পার্থ আবার কোনও নতুন ইঙ্গিত দিতে চান কি না, সেটাই এখন দেখার বিষয়।