সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বি’শে’ষ খবর, আগামীকাল থেকে ৩ দিন এই সময়ে কো’ন লেনদেন হ’বে না

স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রইল বড়োসড়ো খবর। ইতিমধ্যেই ৪৪ কোটি গ্রাহকদের জন্য আল্যার্ট জারি করা হয়েছে। প্রত্যেক গ্রাহকের উদ্দেশ্যে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন বেশ কয়েক ঘণ্টার জন্য ব্যাংকের কোন ডিজিটাল পরিষেবা কাজ করবে না।

টুইট করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী তিন দিন অর্থাৎ ৯,১০ এবং ১১ ই অক্টোবর ব্যাংকের কিছু পরিষেবা বন্ধ থাকবে সিস্টেম মেনটেনেন্স এর কারণে। এই পরিষেবা গুলির মধ্যে ইন্টারনেট ব্যাংকিং, yono,yono lite, ইউপিআই পরিষেবা সামিল থাকবে। ব্যাংক তাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল পরিষেবা দেবার পাশাপাশি নিজেদের আপডেট করতে থাকে সিস্টেম।

এসবিআই ট্যুইট করে জানিয়েছেন,, ৯ অক্টোবর রাত ১২:২০ থেকে ২:২০ পর্যন্ত এই পরিষেবাগুলি বন্দ থাকবে ৷ ১০ ও ১১ অক্টোবর রাত ১১:২০ থেকে ১:২০ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা ৷ ব্যাঙ্ক তাদের UPI প্ল্যাটফর্ম আপগ্রেড করতে চলেছে ৷ এই সময় গ্রাহকদের ইউপিআই ট্রানজাকশন বন্ধ থাকবে ৷ গ্রাহকরা এই সময় কোন লেনদেন করতে পারবেন না ৷

যদিও এটি প্রথমবার নয়, এর আগেও সিস্টেম আপগ্রেড করার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ব্যাংকের তরফ থেকে। বর্তমান স্টেট ব্যাংকের Yono অ্যাপে প্রায় ৩.৪৫ কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন ৷ এই অ্যাপে প্রতিদিন প্রায় ৯০ লক্ষ লগইন হয়ে থাকে ৷ ডিসেম্বর ২০২০ ত্রৈমাসিকে এসবিআই ১৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট Yono অ্যাপের মাধ্যমে খুলেছে ৷