সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

MBA কমপ্লিট করেছেন? প্রচুর সংখ্যক ক’র্মী নি’য়ো’গ করছে TCS, দেখে নিন বিস্তারিত

আরো একবার চাকরি প্রার্থীদের জন্য চলে এলো সুখবর। এবার সদ্য এম বি এ পাস করা পড়ুয়াদের নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করে ফেলেছেন টাটা কনসালটেন্সি সার্ভিস। এম বি এ পাস স্নাতকদের কাছে রয়েছে সুবর্ণ সুযোগ। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আগামী ৯ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সকলে। খুব শীঘ্রই বাছাই পর্বের পরীক্ষা এবং ইন্টারভিউ এর সমস্ত দিনক্ষণ জানানো হবে। যেসকল পড়ুয়ারা ২০২১ সালে পাশ করেছেন অথবা ২০২২ সালে পাশ করবেন তারা আবেদন জানাতে পারবেন এই চাকরিটির জন্য।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের MBA ডিগ্রির পূর্বে B.Tech/B.E ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও, প্রার্থীদের মার্কেটিং, ফাইন্যান্স, অপারেশনস, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, তথ্য প্রযুক্তি, জেনারেল ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিটিক্স ও প্রোজেক্ট ম্যানেজমেন্টের মতো বিষয়ে দুই বছরের পূর্ণ সময়ের MBA, MMS, PGDBA, PGDM কোর্স করে থাকতে হবে।

দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষার ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে প্রার্থীকে।পরীক্ষার মাধ্যমে বাছাই করতে হবে যোগ্য প্রার্থীদের। এই পর্বে মোট প্রশ্ন করা হবে ৪৭ টি। প্রত্যেক প্রার্থীরা সময় পাবেন ৯০ মিনিট। বিজনেস অ্যাপটিটিউড অথবা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন করা হবে মোট ২০ টি। বাকি সাতটি প্রশ্ন ভার্বাল অ্যাপটিটিউড থেকে বার করা হবে।

আবেদন জমা দেবার শেষ তারিখ ৯ নভেম্বর ২০২১। চলুন জেনে নেয়া যাক কিভাবে করবেন আবেদন।

প্রথমে TCS-এর Next পোর্টালে (nextstep.tcs.com/campus/#/) লগইন করুন।
এরপর নিজের নাম রেজিস্টার করুন।
রেজিস্ট্রেশন হয়ে গেলে ‘TCS MBA Hiring-এ ক্লিক করুন।
এরপর IT ক্যাটাগরি বাছাই করুন।
এবার নিজের সব তথ্য প্রদান করুন ও আবেদনপত্রটি জমা করুন।
এবার ‘Apply for Drive’ নামক লিঙ্কে ক্লিক করুন।
এবার টেস্ট মোড হিসবে ‘Remote’ সিলেক্ট করুন ও ‘Apply’-এ ক্লিক করুন।
আপানার আবেদন জমা পড়ে যাবে।
এরপর ‘Track Your Application’ লিঙ্কে ক্লিক করে আপনার আবেদনপত্রটি কোন অবস্থায় রয়েছে তা দেখতে পারবেন।