সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে কেন্দ্রের উপহার অরুণাচল প্রদেশকে, হলঙ্গীতে চা’লু হ’চ্ছে রাজ্যের প্রথম এয়ারপোর্ট

অরুণাচল প্রদেশের হলঙ্গি গ্রিনফিল্ড বিমানবন্দর ১৫ আগস্ট তথা স্বাধীনতা দিবসের দিনই খুলতে চলেছে । বিমানপথে অরুণাচল প্রদেশকে জুড়ে দেওয়ার জন্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রায় ১৫ কিলোমিটার রাজধানী ইটানগর থেকে হলঙ্গির দূরত্ব । এত দিন ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল ৮০ কিলোমিটার দূরের অসমের লিলাবাড়ি বিমানবন্দর।

হলঙ্গির বিমানবন্দরটি গড়তে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার খরচ পড়েছে প্রায় ৬৪৫ কোটি টাকা। এই বিমানবন্দরটিতে রয়েছে ৮টি চেক ইন কাউন্টার।

আরো পড়ুন: চীনের ব্যাংক দেউলিয়া? বি’ক্ষো’ভ সামলাতে রাস্তায় না’ম’লো ট্যাঙ্ক

এক সঙ্গে সর্বোচ্চ ২২০ জন যাত্রী আসাযাওয়া করতে পারবেন এই বিমানবন্দরে। বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ২৩০০ মিটার, ওঠানামা করতে পারবে বোয়িং ৭৪৭ বিমানও।