Home আন্তর্জাতিক চীনের ব্যাংক দেউলিয়া? বি’ক্ষো’ভ সামলাতে রাস্তায় না’ম’লো ট্যাঙ্ক

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীনের ব্যাংক দেউলিয়া? বি’ক্ষো’ভ সামলাতে রাস্তায় না’ম’লো ট্যাঙ্ক

চিনে ৩৩ বছর আগের গণহত্যার স্মৃতি উসকে উঠল। সেদিন বেজিং-এর রাজপথে ছিল গণতন্ত্র-স্বাধীনতাকামী ছাত্রছাত্রীর দল। আর আজ চিনের হেনান প্রদেশের রাজপথে, ব্যাঙ্ক থেকে নিজেদেরই সঞ্চয় তোলার দাবিতে বিক্ষোভকারী নাগরিকরা।

৩৩ বছর আগে সেদিন ছাত্রদের বিরুদ্ধে নিয়ানানমেন স্কয়ারে যেমন দেখা গিয়েছিল, এখন হেনানেও দেখা যাচ্ছে নিরপরাধ নাগরিকদের বিরুদ্ধে মোতায়েন চিন সৈন্যের সাঁজোয়া ট্যাঙ্ক।

সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরেই চিনের এই প্রদেশে পুলিশ এবং আমানতকারীদের মধ্যে ছোটখাটো সংঘর্ষ চলছে। আমানতকারীদের দাবি, চলতি বছরের এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক থেকে নিজেদেরই সঞ্চিত ধন তুলতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের।

আরো পড়ুন: আপনি কি মহাকাশে ট্র্যাভেল ক’র’তে যাবেন? স্পেস ট্যুরিজমের ব্য’ব’স্থা করছে ISRO

ভাইরাল ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, আমানতকারীদের বিক্ষোভ ঠেকাতে ব্যাঙ্কের সামনের রাস্তায় চিনা পিপলস লিবারেশন আর্মির বেশ কয়েকটি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। সেগুলির সামনেই আমানতকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। ট্যাঙ্কগুলিকে টহল দিতেও দেখা গিয়েছে।