সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি মহাকাশে ট্র্যাভেল ক’র’তে যাবেন? স্পেস ট্যুরিজমের ব্য’ব’স্থা করছে ISRO

অনেক তো হলো পাহাড় নদী সমুদ্র জঙ্গল, এবার সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন শুরু হয়েছে। ইতিমধ্যেই স্পেস টুরিজমের এক নতুন বাজার শুরু হয়েছে, যেখানে এবার নাম লেখালো ভারতীয় স্পেস সেন্টার ইসরো।

মোটকথা বিভিন্ন স্পেস এজেন্সি মহাকাশে এবার স্থায়ী পরিসর গঠন করার চেষ্টা শুরু করেছে তার মধ্যে রয়েছে ভারতও। মোট ৬১ টি দেশের সাথে যুক্ত হয়ে এই কাজে নেমেছে ইসরো।

বিশেষ করে এই বিষয় নিয়ে বহুদিন থেকেই কাজ শুরু হয়েছে, বিশেষ করে গত ২ বছর মহাকাশ গবেষণা সংস্থা এই বিষয় নিয়ে কাজ করেছে।

আরো পড়ুন: উত্তরবঙ্গে ঘু’র’তে আসতে চাইছেন? ধসপ্রবণ এরিয়া গু’লো কোনগুলি জেনে নিন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেছেন, বিভিন্ন মহাকাশ সংস্থা এই বিষয় নিয়ে কাজ শুরু করেছে যার মধ্যে রয়েছে ভারতও।

যদি বেসরকারি স্পেস এজেন্সি গুলোর কথা বলা যায় তাহলে সবার আগে নাম উঠে আসে, এলন মাস্কের সংস্হার কথা। ইতিমধ্যেই স্পেস এক্স ট্যুরিজম মার্কেটিং এর দিকে অনেকটা এগিয়ে গিয়েছে।

ইতিমধ্যেই নাকি অনেক পর্যটক মহাকাশে ঘুরেও আসছে। বিশেষ করে স্পেস এক্সের ড্রাগনস্পেসক্রাফটে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে জিরো গ্র্যাভিটিতে।

যদি আবার আমাজনের মালিকে জেফ বেজোসের কথা বলা যায়, তাহলে তার সংস্হা ‘ব্লু অরিজিন’ও এই কাজ করে চলেছে নিয়মিত। তাহলে ভারতও পিছিয়ে থাকে কেন?