সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, আবার দু’র্যো’গে’র সামনে পড়তে হবে বাংলাকে, জেনে নিন আবহাওয়ার রি’পো’র্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত চলছে সারা রাজ্য জুড়ে। বর্তমান পরিস্থিতিতে বৃষ্টির জলে ভাসছে সম্পূর্ণ রাজ্য। এমতাবস্থায় কিন্তু আবহাওয়া নিয়ে স্বস্তির বাণী শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সাগরের উপর থেকে নিম্নচাপের প্রভাব এখনো থামেনি। কাজেই চলতি সপ্তাহের শেষ ভাগে ফের জাঁকিয়ে নামতে পারে বৃষ্টি।

বর্তমানে সাগরের উপর ঘনীভূত হচ্ছে একটি ঘূর্ণবাত। ঘূর্ণবাতের জেরে সপ্তাহের শেষ ভাগে আবারো বৃষ্টি নামতে পারে। এদিকে বিশ্বকর্মা পুজোর মুখে বৃষ্টি নামার সম্ভাবনা জারি হওয়ার আশঙ্কায় দিন গুনছেন পুজোর উদ্যোক্তারা। যদিও নিম্নচাপের জেরে শুরু হওয়া বৃষ্টিপাতের পরে অবশ্য গতকাল রোদের দেখা মিলেছিল। গত কয়েকদিনের মতো আজ আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে এখনো প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের উপস্থিতি রয়েছে। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এড়ানো যাচ্ছে না।

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস। যদিও সকালের দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর এবং দক্ষিণবঙ্গে অবশ্য নিম্নচাপের প্রভাব কিছুটা হলেও সরেছে।

আজ গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। যদিও তাপমাত্রা বৃদ্ধি পেলে অস্বস্তিকর আবহাওয়া বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ শতাংশ।