সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হি’ন্দু ধ’র্ম অবমাননার অভিযোগ মাং’স বি’ক্রে’তা’র বি’রু’দ্ধে, গ্রে’ফ’তা’র করতে গেলে পুলিশের উপর হা’ম’লা

যোগী রাজ্যে ফের হি’ন্দু দে’ব’দে’বী’র অবমাননা, তার কারণে এক মুসলিম মাং’স ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনা সম্পর্কে জানা যায় সেই মাংস ব্যবসায়ী নাকি প্লাস্টিক ব’ন্ধ হয়ে যাওয়ার কারণে, কাগজে মু’ড়ে মাং’স দিয়েছিলেন ক্রেতাদের।

সোশ্যাল মিডিয়া যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কাগজে মু’ড়ে মাং’স বি’ক্রি করেছিলেন তিনি, সেটার মধ্যে ছিল হি’ন্দু দে’বদে’বী’র ছবি।

আরো পড়ুন: এবার মমতাকে রানী রাসমণির সঙ্গে তু’ল’না করলেন বাগদার তৃণমূল বিধায়ক

এবার সেটা দেখেই দারুন ভাবে ক্ষু’ব্ধ হয়েছে হি’ন্দু ধর্মাবলম্বীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তালিব হোসেন নামে সেই মাংস ব্যবসায়ী মুরগির মাংস বি’ক্রি করছিলেন কাগজে মু’ড়ে, যেখানে কিনা ছবি রয়েছে হি’ন্দু দে’ব’দে’বীর। স্বাভাবিকভাবে এটি হি’ন্দু ধ’র্মী’য় ভা’বা বেগে আ’ঘা’ত করেছে।

কিন্তু এখানে কাহিনী শেষ হচ্ছে না, এরপরে যখন পুলিশ সেই ব্যবসায়ীকে গ্রে’ফতা”র করতে যায় তখন নাকি সে ছু’রি দিয়ে পুলিশকে আ’ঘা’ত করতে চায়।

সেই কারণেই এবার তার বি’রু’দ্ধে মা’ম’লা দায়ের ক’রা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৫এ এবং খু’নে’র চেষ্টার অভিযোগে ৩০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে।