সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার মমতাকে রানী রাসমণির সঙ্গে তু’ল’না করলেন বাগদার তৃণমূল বিধায়ক

এবার ব্রেফাস মন্তব্যে নিন্দার ঝড় বইল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তেজনার পারদ চড়েছে রাজ্য রাজনীতি জুড়ে। সম্প্রতি তৃণমূল নেতা নির্মল মাঝি তার নিজেরই করা মন্তব্য ঘিরে ভাইরাল হয়েছেন। গত রবিবার ছিল বনগাঁ বিএস ক্লাবের মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির এবং তার সাথে ছিল কর্মী সম্মেলনও।

যেখানে উপস্থিত ছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যেমন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ সভাপতি তরুণ ঘোষ, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা সহ একাধিক প্রাক্তন কাউন্সিলরাও।

যে মঞ্চে বিশ্বজিৎ বাবু প্রশংসা শুরু করেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং প্রশংসা করতে করতে তিনি রানী রাসমনির সঙ্গে তার তুলনা করেন। বলেন আগামী ১০০ বছর সকলে তার নাম মনে রাখবে।

আরো পড়ুন: কোনো সিনেমায় কা’জ না করলেও একফোঁটাও ঠাটবাঁট ক’মে’নি! কিভাবে টা’কা ইনকাম করেন রেখা?

তার এই মন্তব্যকে ঘিরেই সরব হয়েছেন বিরোধীরা, অনেকেই বলেন আসলে তিনি তার আখের গোছানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে চলেছেন, কারণ উনি আদৌ এখনো কোন দলের বিধায়ক সেটারই ঠিক নেই, আবার কেউ বলেন যিনি ১০০ টার মধ্যে ৯৯ টা মিথ্যা কথা বলেন তার সাথে লোকমাতা রানী রাসমনির মায়ের তুলনা করাই চলে না।

যা শুনে মানুষ অট্টহাসি হাসছেন, তাই ওনার এখনো যথেষ্ট অধ্যাবসায়ের প্রয়োজন রয়েছে। এ হেন নানান কটুক্তিতে ভরে উঠেছে রাজ্য রাজনীতি, তবে এদিন সংবাদ প্রতিদিনের তরফ থেকে বিশ্বজিৎ দাসের সঙ্গে কথা বলা হলে তিনি জানান যে, মুখ্যমন্ত্রী যেভাবে দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের সাহায্য করছেন; রানী রাসমণিও তাঁর জীবনে সেই ব্রতই পালন করেছিলেন। তাই তার সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করে তিনি কোন অপ্রাসঙ্গিকতা খুঁজে পাননি বলেই মনে করেননি।