সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

BSNL 4G সিম কিভাবে পা’বে’ন একদম বিনামূল্যে? জানুন বি’শ’দে

চলতি বছরের 31 শে মার্চ পর্যন্ত বিএসএনএল কোম্পানি তাদের ফোরজি সিম বিনামূল্যে তোলার সুযোগ দিচ্ছে। সমস্ত নতুন গ্রাহক এবং পোর্ট গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে গ্রাহকদের শুধুমাত্র রিচার্জের জন্য টাকা দিতে হয়। 31 শে মার্চ পর্যন্ত ফোরজি সিম পাওয়া যাবে সম্পূর্ণ‌ বিনামূল্যে।

চলতি বছরের স্বাধীনতা দিবসে সারাদেশে ফোরজি নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল। এই মুহূর্তে দেশজুড়ে ফোরজি নেটওয়ার্ক লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে বিএসএনএল। বর্তমানে দেশের বেশিরভাগ জায়গাতে বিএসএনএলের টুজি পরিষেবা চলছে। তবে জিও, এয়ারটেলের মত বিএসএনএলও এখন এই বাজারে ঢুকতে চাইছে।

টিসিএসের সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। এই প্রথম ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ফোরজি নেটওয়ার্ক আনতে চলেছে কোনো টেলিকম সংস্থা। বিএসএনএলের এই পদক্ষেপ স্বভাবতই চাপে ফেলে দিয়েছে জিওকে। জিও তার রিচার্জ প্ল্যান আচমকা বেশ অনেকটাই বাড়িয়ে নিয়েছে।

আরো পড়ুন: কলকাতায় চা’লু হতে চলেছে নতুন সিগন্যাল ব্যবস্থা, নিজেই সুইচ টি’পে জ্বা’লা’তে পারবেন লাল আ’লো!

এতে দেখা যাচ্ছে বিগত কয়েক মাসে বহু সংখ্যক গ্রাহক জিও সিম কার্ড ছেড়ে দিয়েছেন। এতে বহু ক্ষতির মুখে পড়েছে সংস্থা।  দশ লক্ষেরও বেশি গ্রাহক বিএসএনএল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ট্রাই এর তরফ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই সময়কালে বিএসএনএল ছাড়াও এয়ারটেল নেটওয়ার্কেও বহু মানুষ যোগ দিয়েছেন।
11 লক্ষ এবং 4.7 লক্ষ্য নতুন গ্রাহক যথাক্রমে এয়ারটেল এবং বিএসএনএল কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন। এদিকে আবার শীঘ্রই দেশে 5g নেটওয়ার্ক চালু হতে চলেছে। ফাইভ-জি স্পেকট্রামের নিলাম শুরু হবে শীঘ্রই। চলতি বছরের শেষের দিকেই ফাইভ-জি নেটওয়ার্ক চালু হতে পারে দেশজুড়ে। BSNL এর বিভিন্ন অফিসে পাবেন এই সিম। তবে সব সার্কেল থেকে এই মুহূর্তে নাও দেওয়া হতে পারে।