সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতায় চা’লু হতে চলেছে নতুন সিগন্যাল ব্যবস্থা, নিজেই সুইচ টি’পে জ্বা’লা’তে পারবেন লাল আ’লো!

পথ দুর্ঘটনার হাত থেকে নিত্যযাত্রীদের রক্ষা করার উদ্দেশ্যে এবার এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করল কলকাতা ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের সুরক্ষার জন্য বিশেষ এক প্রকারের সিগনালিং ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় কলকাতার যে সমস্ত পথে ট্রাফিক সিগন্যাল নেই সেখানে হাইব্রিড পথচারী বেকন লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

এই ব্যবস্থায় পথচারী নিজেই সিগন্যালের সুইচ টিপে লাল আলো জ্বালিয়ে দুদিকের গাড়ি থামিয়ে রাস্তা পার হতে পারেন। পথচারী রাস্তার অপর প্রান্তে চলে যাওয়ার পর এই সিগন্যাল আবার স্বয়ংক্রিয়ভাবে সবুজ হয়ে যায়। এই ব্যবস্থার জন্য একজন পুলিশ কর্মী মোতায়েন করার কথা ভাবা হচ্ছে।

পথচারী রাস্তা পারাপারের সময় সুইচ টিপে সিগন্যাল চালু করলে প্রথম কয়েক সেকেন্ড হলুদ আলো জ্বলবে এবং নিভবে। কিছুক্ষণ স্থিরভাবে হলুদ আলো জ্বলে থাকার পর জ্বলে উঠবে লাল আলো। এই সময় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এরপর পথচারীরা রাস্তা পারাপার করতে পারবেন। তারা নির্বিঘ্নে রাস্তা পেরিয়ে গেলে আবার সবুজ আলো জ্বলে উঠবে। তখন গাড়িগুলি স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে।

আরো পড়ুন: নিজেদের হাতে ক্ষ’ম’তা তু’লে দিন, ইউক্রেন সেনাকে ই’ঙ্গি’ত’পূ’র্ণ বা’র্তা পুতিনের

পথচারীদের রাস্তা পারাপারের চাপ যখন বেশি থাকবে অর্থাৎ বেশ কিছুসংখ্যক পথচারী যখন রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করবেন তখন এই সিগন্যাল কাজ করবে। অন্যান্য সময় সিগন্যালিং অকেজো থাকবে। এই মুহূর্তে শহরের কোথায় কোথায় এই সিগন্যাল পদ্ধতি ব্যবহার করা যায় সেই বিষয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ইএম বাইপাসের একটি জায়গা, বাসন্তী হাইওয়ের উপরের তিনটি জায়গাতে এই ব্যবস্থা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।