সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিগারেটকে বাংলায় কি বলা হয়? জানলে অবশ্যই উত্তর দিন

আমরা কথা বলার সময় এমন কিছু ইংরেজি শব্দ বলে থাকি যেগুলোর বাংলা মানে হয়তো আমরা জানিও না সঠিকভাবে, অথবা জানার চেষ্টাও করি না যে সেই শব্দগুলির বাংলা অর্থ আসলে কি। ইংরেজি শব্দগুলো বলতে বলতে আমাদের উৎসাহ জাগে না যে সেই শব্দগুলোর বাংলা অর্থ জানা।

তবে সরকারি চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এমনই নানান রকমের প্রশ্নই ধরা হয় যেগুলি হয়তো আমাদের কাছে জানা অথচ আবার অজানা। এরকমই একটি শব্দ হলো সিগারেট যেটি আমরা সাধারণত প্রায়শই মুখে বলে থাকি কিন্তু আসলে যে সিগারেট এর বাংলা অর্থ কি সেটা আমরা কখনো জানার চেষ্টাও করি না।

আসলে এই সমস্ত প্রশ্নগুলোই চাকরির ইন্টারভিউ এর ক্ষেত্রে ধরা হয় এতে প্রার্থীদের সাধারণ জ্ঞান যে কতটা তীক্ষ্ণ সেটা বোঝা যায়। আমাদের প্রত্যেকদিন এর সাথে জড়িত সিগারেট কথাটি, যে খায় সেও সিগারেট বলে যে খায় না সেও সিগারেট বলে।

আরো পড়ুন: অবশেষে বাড়ি ফে’রা’তে পেরেছি, স্বামীকে মৃ’ত্যু মু’খ থেকে ফিরিয়ে এনে আ’বে’গে ভাসলেন স্ত্রী

কিন্তু কেউই সিগারেট এর বাংলা অর্থ আসলে কি তা জানে না। এই সিগারেট এর বাংলা অর্থ হল ধূমপান দন্ড। যে দন্ডের সাহায্যে ধূমপান করা হয়।

বিভিন্ন জায়গাতে পোস্টারে দেখেই থাকি যে ধূমপান শরীরের পক্ষে হানিকারক কিন্তু সেটা কখনোই আমাদের মাথায় আসেনা যে সিগারেট খাওয়া টাই হলো ধূমপান।

সিগারেট কথার বাংলা অর্থই হলো ধূমপান যার সঙ্গে দন্ড যোগ হয়েছে। আসলে ব্যাপার হলো প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে কিন্তু সেইরকম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাও অনেক সময় এই রকম প্রশ্নের কাছে হেরে যান।