সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোমিওপ্যাথি ও’ষু’ধ খাওয়ার কিছু নি’য়’ম আ’ছে, নিজের ক্ষ’তি না চা’ই’লে মেনে চ’লু’ন এই কয়েকটি ক’থা

অ্যালাপথি চিকিৎসার পাশাপাশি অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসার ওপর ভীষণভাবে বিশ্বাস রাখেন। ধীরে ধীরে কাজ হলেও হোমিওপ্যাথি যে কোন রোগকে মূল থেকে নির্মূল করে দেয়। তবে অনেকেই আমরা আছি যারা হোমিওপ্যাথি ওষুধ খাবার নির্দিষ্ট নিয়ম কারণ জানিনা। নিদৃষ্ট নিয়ম মেনে যদি ওষুধ খাওয়া যায় তাহলে লাভের থেকে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। চলুন জেনে নেওয়া যাক হোমিওপ্যাথি খাবার কিছু নিয়ম।

হোমিওপ্যাথি ওষুধ খাবার ১০ মিনিট আগে অথবা পরে কোন খাবার খাবেন না।

ওষুধ চলাকালীন কোন রকম নেশা করবেন না। সিগারেট আর মদের মতো যে কোন দ্রব্য থেকে দূরে থাকবেন।

হোমিওপ্যাথি ওষুধ কখনো হাতে নিয়ে খাবেন না। হোমিওপ্যাথি ওষুধ হাতে নিলে ওষুধের মধ্যে যে স্পিরিট থাকে তা উবে যায়।

হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার আগে সাদা জলে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নেবেন।

ওষুধ খাওয়ার পরে কোন টক জাতীয় খাবার খাবেন না।

আয়ুর্বেদিক অথবা অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খাবেন না। এতে ওষুধের কার্যকারিতা কমে যায়।

হোমিওপ্যাথি ওষুধ চলাকালীন চা এবং কফিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।

কোনভাবেই অন্য কোনো রোগীর ওষুধ নিজে থেকে খেতে যাবেন না। চিকিৎসক যে ওষুধ লিখে দেবেন, ঠিক সেই ওষুধ খাবেন।

যে জায়গায় ওষুধ রাখবেন, খেয়াল করবেন সেখানে যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে যায়

ওষুধের শিশি ঢাকনা কখনো খোলা রাখবেন না। ছিপি বন্ধ অবস্থায় ঠান্ডা জায়গায় ওষুধের শিশি রাখবেন।