সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Dream 11-এ এক কোটি জিতেছিলেন! Wallet থেকে টা’কা গা’য়ে’ব করে দি’লো সাইবার অপরাধীরা

আইপিএল চলাকালীন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিজের পছন্দমত টিম বানিয়ে সেখান থেকে টাকা উপার্জন করছেন বহু ব্যক্তি। ড্রিম ইলেভেন প্লাটফর্ম থেকে এক কোটি টাকা জিতেও সাইবার অপরাধীদের ষড়যন্ত্রে হারালেন এক যুবক।

বিহারের মধুবনী থানা এলাকার চৌরাহি গ্রামের বাসিন্দা ওই যুবক ড্রিম ইলেভেন থেকে এক কোটি টাকা জিতেছিলেন। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাইবার অপরাধীরা তার ওয়ালেট থেকে সমস্ত টাকা তুলে নেয়।

গত 28 এপ্রিল ড্রিম ইলেভেন এর টি-টোয়েন্টি টুর্নামেন্টের টিম বানিয়ে ছিলেন তিনি। 30 লক্ষ 76 হাজার 923 জন সেদিন এই খেলায় অংশগ্রহণ করেছিলেন।

আরো পড়ুন: সরকারি কর্মচারীদের ক’তো শতাংশ DA বাড়বে? স’ত্যি টা কি?

জিয়াউদ্দিন প্রথম হওয়ার জন্য এক কোটি 139 টাকা পুরস্কার পেয়েছিলেন। ট্যাক্স কেটে নেওয়ার পর তার অ্যাকাউন্টে ছিল 70 লক্ষ 167 টাকা 50 পয়সা।

এরপর এক অপরিচিত নাম্বার থেকে তাঁর কাছে ফোন আসে। তার প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে একটি ওটিপি চেয়ে নেওয়া হয়।

তখন তিনি নাম্বারটিকে ব্লক করে দিয়েছিলেন কিন্তু তার ব্যাংক একাউন্টে কেওয়াইসি না থাকায় ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করতে পারছিলেন না তিনি। নতুন করে ব্যাংক একাউন্ট খোলার পরিকল্পনা করেছিলেন ঐ ব্যক্তি।

আরো পড়ুন: কে হচ্ছেন তৃণমূলের পরবর্তী মুখ্যমন্ত্রী? অ’ব’শে’ষে বলেই দিলেন অভিষেক

কিন্তু এই সময় তার মোবাইলটি আচমকা বন্ধ হয়ে যায়। তিনি জানতে পারেন তার বেশ কিছু ডেটা ফোন থেকে উধাও হয়ে গিয়েছে। জিমেইল আইডিতে প্রবেশ করতে গেলে ভুল পাসওয়ার্ড দেখাচ্ছিল তাকে।

এরপর তাঁর মোবাইল চালু হলে জানা যায় সাইবার অপরাধীরা তার অ্যাকাউন্ট থেকে তিন কিস্তিতে 61 লাখ 90 হাজার টাকা তুলে নিয়েছে।