সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৩ হাজারে 5G সা’পো’র্ট সহ 50 MP ক্যামেরা, বি’রা’ট চ’ম’ক দিলো এই সংস্থা

সামনেই পুজো আর তার ঠিক আগেই Pocoতাদের নতুন ফোন নিয়ে হাজির হয়েছে, Poco M5 বাজেট সেগমেন্টের মধ্যে দারুন এই ফোন যা কিনা এম সিরিজের মধ্যে অন্যতম। সাধারণ মানুষের এখন পাখির চোখ এই ফোনের দিকে। অবশ্য সেটা হওয়ারই কথা কারণ এই ফোনের ফিচার যেটা মানুষকে আকর্ষণ করতে দারুন ভাবে সক্ষম হয়েছে।

MediaTek Helio G99 চিপসেট সাথে ওয়াটার ড্রপ নচ, 90 Hz রিফ্রেশ রেট, 50 MP প্রাইমারি ক্যামেরা, সাথে 6 GB RAM ও 8 MP সেলফি ক্যামেরা ও 128 GB স্টোরেজ পাওয়া যাচ্ছে এই ফোনে।

এই সমস্ত কিছু ফিচারের সাথে আরো যে চমক রয়েছে সেটা হল 5,000 mAh ব্যাটারির সঙ্গে 18 W ফাস্ট চার্জ সাপোর্ট , এই বাজেট সেগমেন্ট এর মধ্যে ফোনের ফিচার সত্যিই অন্যতম, কারণ এই ফোনের দাম রাখা হয়েছে 15000 টাকারও কম।

আরো পড়ুন: ১০০ দিন শুধু ঘু’মি’য়ে আ’য় করলেন ৬ লক্ষ টা’কা, এই মেয়েই দেশের মধ্যে বে’শি ঘুমকাতুরে

এবার যদি এই ফোনের কানেক্টিভিটির কথা বলা যায় তাহলে যে স্পেসিফিকেশন গুলি লক্ষ্য করা যায় সেগুলো হল 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, USB Type-C ও 3.5 mm হেডফোন জ্যাক। এই ফোনের ডিসপ্লেতে রিফ্রেশ রেট রাখা হয়েছে 30 Hz থেকে 90 Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট।

তবে এর থেকেও যেটা অবাক করার বিষয় হল Turbo RAM ফিচার ব্যবহার করে ফোনের ইন্টারনাল স্টোরেজকেও RAM হিসাবে ব্যবহারের সুযোগ দেবে, যেটা আরো বেশি আকর্ষণীয়।।