সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের কি নতুন পে কমিশন লা’গু হবে? কর্মীদের নিয়ে কি ভা’ব’ছে কেন্দ্র?

কেন্দ্রীয় কর্মচারীরা বর্তমানে 34% DA বা মহার্ঘভাতা পেয়ে থাকেন। কোভিড অতিমারির সময় এই DA এর পরিমাণ ছিল 17%। গত বছর DA বেড়ে দাঁড়ায় 14%। ফলত বর্ধিত DA এর পরিমাণ দাঁড়ায় প্রায় 31%। তিনটি কিস্তির DA একেবারে ছেড়েছিল কেন্দ্রীয় সরকার।

অতিমারির জন্য আটকে ছিল তিন কিস্তির DA। পাশাপাশি, শোনা যাচ্ছে, সপ্তম পে কমিশনের অধীনেই বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেতে পারে কর্মচারীদের।

এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর কর্মচারীদের ন্যূনতম বেতন বৃদ্ধি নির্ভর করে থাকে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়। ফিটমেন্ট ফ্যাক্টর কমলে কর্মচারীদের বেতন বৃদ্ধি কমে।

আরো পড়ুন: শনিচরি অমাবস্যায় এই বিশেষ টো’ট’কা পা’ল’ন করুন, পাবেন শনিদেবের মহাকৃপা

জোর জল্পনা শীঘ্রই কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের প্রতি বছর পে কমিশনের বদল হয়৷ নতুন পে কমিশনের উপর বেতন বৃদ্ধির প্রশ্নটি সরাসরি নির্ভর করে থাকে।

বলা ভালো, যাঁদের বেতন সপ্তম বেতন কমিশনের অধীনে, তাঁরা তৃতীয় বা চতুর্থ বেতন কমিশনের তুলনায় অনেকটা বেশি বেতন পেয়ে থাকেন৷ তাই বেতন কমিশনের বদলের সঙ্গে মাইনে বাড়ার প্রশ্নটি সরাসরি সম্পর্কিত।