সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শনিচরি অমাবস্যায় এই বিশেষ টো’ট’কা পা’ল’ন করুন, পাবেন শনিদেবের মহাকৃপা

৩০ এপ্রিল বৈশাখ মাসের অমাবস্যা পড়েছে। এবছর সেই দিন আবার সূর্যগ্রহণ। এবার অমাবস্যা পড়েছে শনিবার। শনিবার হওয়ায় এটি শনিশ্চরি বা শনিচরি অমাবস্যা বলা হয়। জ্যোতিষ শাস্ত্রে, শনিচরি অমাবস্যার গুরুত্ব বিস্তর। মনে করা হয়, এই দিন নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করলে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে।

এবছর শনিচরি অমাবস্যায় রয়েছে বিশেষ যোগ। তাই এই দিন পালন করুন কয়টি জ্যোতিষ টোটকা। শাস্ত্র মতে, শনি দেবতার কৃপা দৃষ্টি পেতে ও শনির মহাদশা থেকে মুক্তি পেতে বেশ উপকারী এই সকল টোটকা। জেনে নিন কীভাবে করবেন এই সকল উপায়।

১। অমাবস্যা তিথি ৩০ এপ্রিল রাত ১টা ৫৭ মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৈশাখের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। এদিন অমাবস্যা তিথিতে দান ধ্যান করতে পারেন। অমাবস্যার দিন দান করলে আর্থিক বৃদ্ধি ঘটে। এদিন তিল, কালো কাপড়, সরষের তেল দান করুন। জীবনের অভাব দূর হবে। এদিন ব্রাক্ষ্মণ ভোজন করাতে পারেন উপকার পাবেন।

আরো পড়ুন: কয়লা পাচার মা’ম’লা’য় পুলিশের বি’রু’দ্ধে ত’থ্য প্রমাণ বি’কৃ’তি’র অভিযোগ ED-র, দায়ের হ’লো FIR

২। শনিদেবতার আশীর্বাদ পেতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন সকলেই নিষ্ঠার সঙ্গে শনি দেবতার পুজো করে থাকেন। এবছর শনিদেবতার সঙ্গে হনুমানজির পুজো করুন। হনুমানজিকে লাড্ডু, ছোলা, ডাল ও গুড়ের প্রসাদ দিন। এতে জীবনের সকল সংকট কেটে যাবে। ভগবান হনুমানকে সংকটমোচন বলা হয়। আর শনিদেবতার পাশে ভগবান হনুমানের পুজো করল তাঁরও কৃপা লাভ করবেন।

৩। রাশিতে শনির অবস্থান দুর্বল হলে সকল ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয় সম্পত্তি নিয়েও। সম্পত্তি সংক্রান্ত সকল জটিলত কাটাতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন একটি বিশেষ উপায় করতে পারেন। এদিনে সম্পত্তি লাভের জন্য নারকেল নিয়ে রাতে শিব মূর্তিক সামনে ফাটান। সেটা সারা রাত মহাদেবের কাছে রেখে দিন। সকালে তা প্রসাদ হিসেবে বিতরণ করুন।

৪। দাম্পত্য অশান্তি চলতেই থাকে। গ্রহের ফেরে এই অশান্তি প্রবল হয়। সমস্যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। এই দাম্পত্য অশান্তি দূর করতে মেনে চলতে পারেন টোটকা। শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন একটি পাত্রে দুধ নিয়ে তার মধ্যে এক চিমটে চিনি দিন। এই দুধ মাটিতে গর্ত করে তাতে ঢেলে দিন। দাম্পত্য অশান্তি দূর হবে।

আরো পড়ুন: রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য বি’রা’ট সুখবর

৫। জীবনের খারাপ সময় লেগেই থাকে। শনি দেবতা রুষ্ট্র হলে সকলের জীবনেই খারাপ সময় চলতে থাকে। এই খারাপ সময় কাটাতে শনিশ্চরি বা শনিচরি অমাবস্যার দিন এক বিশেষ টোটকা করতে পারেন। এই দিন রুটির মধ্যে সরষের তেল দিয়ে কুকুরকে খাওয়ান। এতে খারাপ সময় কেটে যাবে। আর এই দিন পূর্ব পুরুষকে জল নিবেদন করুন। এতে উপকার পাবেন।