সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর বু’কে আ’ছ’ড়ে পড়লো গ্রহাণু

মহাকাশে অনবরত আজব কান্ড ঘটে চলেছে আমাদের অজান্তেই।আমরা সেইসব এর দিকে তেমন ভাবে লক্ষ্য না রাখলেও বিভিন্ন স্পেস এজেন্সি বিশেষ করে নাসা , এর খোঁজ রাখে ভালোমতোই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অতীতেও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আগামীতেও করা হবে।

সম্প্রতি তারা জানিয়েছে গ্রহাণুর খবর, পৃথিবীর কক্ষপথের মাঝে মাঝেই অনেক গ্রহাণু চলে আসে যা অনেকটাই পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দেয়। পৃথিবীর থেকেও কয়েক গুণ বড় বড় গ্রহাণু বিজ্ঞানীরা লক্ষ করতে পারে প্রযুক্তির মাধ্যমে।কিন্তু তার আগামী ভবিষ্যৎ সম্পর্কেও তারা অবগত থাকে।

যদি পৃথিবীর বুকে আছড়ে পরা গ্রহাণুর উল্লেখ করা যায়, তার ফলে পৃথিবীর ক্ষতিসাধনের বিষয় নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে হয়তো তার কাহিনি শেষ হবার নয়। অনেক সময় পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে যখন পৃথিবীর দিকে ছুটে আসে তখন সে গ্রহাণু হয়তো বায়ুর ঘর্ষণের কারণে শূন্যে পুড়ে ছাই হয়ে যায়।

আরো পড়ুন: আগামী সপ্তাহে বে’শ কয়েকদিন ব্যাংক বন্ধ, রইলো ছুটির তা’লি’কা

নয়তো কোথাও এসে আছড়ে পরে। ঠিক সেই অতীতকে এবার স্মরণ করেছে বর্তমান।করুন সম্প্রতি নাসার বিজ্ঞানীরা জানিয়েছে পৃথিবীর কক্ষপথের নাকি ফের ৪ টি গ্রহাণু এসে পরেছে। যার মধ্যে তিনটি অনেকটাই বড় ও একটি ছোট আকারের। চারটি গ্রহাণুর মধ্যে তিনটি পৃথিবীর পাশ কাটিয়ে চলে গেলেও একটি নাকি আছড়ে পরেছে পৃথিবীর বুকে।

বিজ্ঞানীরা জানিয়েছেন এই আছড়ে পড়া গ্রহাণু বাকি তিনটির তুলনায় ছোট, তাই তেমন একটা ক্ষতির মুখ দেখতে হয়নি। কিন্তু এই গ্রহাণুর আছড়ে পরা নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে ছিল বিজ্ঞানীরা। গত ১ লা মার্চ পৃথীবিকে ধাক্কা দিয়েছে গ্রহাণু। আন্দাজ করা হচ্ছে গ্রীনল্যান্ডে এই গ্রহাণু আছড়ে পরেছে। গ্রহাণু টির আয়তন ছিল ১.২ মিটার চওড়া, তাই ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন।