সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CISF-র ফে’ক আইকার্ড দেখিয়ে পা’ক’ড়া’ও ব্যবসায়ী, কারণটা কি?

এক ব্যবসায়ী ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার চেষ্টা করেন। নিজেকে সিআইএসএফ আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে তিনি একটি ভুয়ো পরিচয়পত্রও দেখিয়েছিলেন। তবে সিআইএসএফের হাতে তিনি ধরা পড়ে যান।

চিন্তন গান্ধী হলেন পেশায় ব্যবসায়ী। তিনি ভিপি রোড এলাকার বাসিন্দা। তিনি একটি ভুয়ো আইকার্ড সিআইএসএফকে দেখিয়েছিলেন। কিন্তু নিরাপত্তা আধিকারিকরা বুঝে ফেলেন এটি আসলে ভুয়ো।

এরপরই তাকে আটক করা হয়। সূত্রের খবর, সুমিত সিং নামে এক সাব ইনসপেক্টর ৩ নম্বর গেটে চিন্তন গান্ধীকে আটকে দেন। কারণ, ওই পয়েন্টের বাইরে সিভিলিয়ানরা ঢুকতে পারেন না। তিনি বিমান যাত্রী না হলে বা স্পেশাল পারমিশন না থাকলে তিনি বিমানবন্দরের ওই এলাকায় ঢুকতে পারেন না।

আরো খবর: মা’ম’লা করে চাকরি আ’দা’য় করা ববিতার উপরেই এবার মা’ম’লা’র খা’ড়া ঝুলছে!

এদিকে তিনি দাবি করেন, যে তিনি সিআইএসএফ আধিকারিক। তিনি একটি আই কার্ডও দেখান। এদিকে পুলিশের কাছে বিবৃতিতে সাব ইনসপেক্টর সুমিত সিং জানিয়েছেন, সিআইএসএফের এএসআই রামকুমারের নামে ওই আই কার্ডটি তৈরি করা হয়েছিল। এটা পরীক্ষা করে আমার মনে হয়েছিল এটা ভুয়ো।