সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জুন থেকে ৫ টি নিয়ম পা’ল্টে যাচ্ছে, প্র’ভা’ব পড়বে আমজনতার পকেটে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য গৃহঋণের উপরে সুদ বৃদ্ধি করেছে। এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রিস্ক 40 বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে 7.05% করা হয়েছে। আগামী বুধবার থেকে এই নিয়ম কার্যকর হয়।

দুচাকায় এবং চারচাকা গাড়ির দাম বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে থার্ড পার্টি ইন্সুরেন্স প্রিমিয়াম। এমনই একাধিক ক্ষেত্রে বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে যার ফলে সাধারণের পকেটে টান ধরবে।

আগামী বুধবার থেকে স্টেট ব্যাংকের গৃহঋণ এর সুদের উপর 40 বিসিএস পয়েন্ট যুক্ত হয়ে 7.05% সুদের হার অনুযায়ী ঋণ ধার্য করা হবে। অন্যদিকে পয়লা জুন থেকেই বদলে যাচ্ছে থার্ড পার্টি ইন্সুরেন্স প্রিমিয়াম সংক্রান্ত নিয়ম।

আরো পড়ুন: দেশে প্রবল ঘা’ট’তি, এই প্রথম কয়লা আমদানি ক’র’তে চলেছে কোল ইন্ডিয়া

তিন বছরে প্রথমবার দুচাকা এবং চারচাকা গাড়ির দাম বৃদ্ধি করা হচ্ছে। গাড়ি এবং বাইক কেনার জন্য এবার থেকে অতিরিক্ত টাকা দিতে হবে। পয়লা জুন থেকে হলমার্কের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে।

288 টি জেলায় হলমার্কিংয়ের নিয়ম চালু হবে। 14, 18, 20, 22, 23 এবং 24 ক্যারেট সোনার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে চলেছে। পয়লা জুন থেকে হলমার্কিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নির্দিষ্ট সীমার উঠবে আধার নির্ভর লেনদেন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাহকদের থেকে বাড়তি টাকা নেবে।আগামী 15 ই জুন থেকে প্রতি মাসে তিনটি লেনদেন বিনামূল্যে করা যাবে।

তারপর থেকে প্রত্যেক লেনদেনের উপরে কুড়ি টাকা এবং তার সঙ্গে জিএসটি দিতে হবে। অ্যাক্সিস ব্যাঙ্ক semi-urban এবং গ্রামীণ এলাকার ব্যাংকের সেভিংস একাউন্টে ন্যূনতম 25 হাজার টাকা রাখতে দেবে। বর্তমানে তা 15000 টাকা রয়েছে।