সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোথাও স্বচ্ছ নির্বাচন হয়নি, বিজেপির জ’য়ে ‘মন্ত’ব্য হাকিমের

গতকাল বৃহস্পতিবার মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ , সেখানে চারটি রাজ্যেই বিজেপি ক্ষমতা দখল করেছে। বুথ ফেরত সমীক্ষায় যেটা দেখা দিয়েছিল, সেটার থেকে অনেকটাই ভালো ফল করেছে বিজেপি।বিশেষ করে গোয়া, উত্তরখন্ডে ভালো ফল করেছে বিজেপি।

উত্তরপ্রদেশে যোগীসরকার তার ক্ষমতা দেখিয়েছে‌ আর যার কারণেই বিজেপির পাল্লা দারুন ভারী হয়ে গেছে। উত্তরপ্রদেশের রাজনৈতিক ইতিহাসে এটাই প্রথম যে কোনো দল দ্বিতীয় বার ক্ষমতায় আসল। ২৭০ টি আসন পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছে যোগী সরকার। উত্তরাখণ্ডেও ঠিক একই অবস্হা।

তবে পাঞ্জাবে আপের এমন ভালো ফল কেউ আশা করে নি। পাঞ্জাবে দারুন ভাবে জয়লাভ করেছে আমি আদমি পার্টি। ১১৭ টির মধ্যে ৯২ টি আসন পেয়ে গেছে তারা। সত্যি এটা অবাক করার মতো। আম আদমি পার্টির কাছে দারুন ভাবে হেড়েছে কংগ্রেস। তার জন্যই এখন তারা নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার খেলায় নামবে বলেই মনে হচ্ছে।

আরো পড়ুন: উত্তরপ্রদেশে জয় উদযাপন করার মধ্যেই বিজ্ঞদের খোঁ’চা দিলেন প্রধানমন্ত্রী মোদি!

তবে বিজেপি সেখানেও কিন্তু তার পদ্ম ফুটিয়েছে, কারণ একটা আসনও এর আগে পায় নি বিজেপি পাঞ্জাবের মাটিতে। এবার সেখানে কিছুটা হলেও নিজেদের জমি পাকা করেছে। এদিকে আবার গোয়ায় তেমনভাবে কোনো ফল করতেই পারে নি তৃণমূল। তাদের বিভিন্ন প্রচেষ্টাকে হার মানিয়েছে বিজেপি।

তবে এটা নিয়ে ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছে। তিনি এই ভোট নিয়ে খুশি নন। কারণ তার মতে, স্বচ্ছ ভোট হয়নি একদমই। নয়তো তৃণমূল তার খেলা দেখাত। কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়েও ফিরহাদ হাকিম দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত বড় পার্টি যার অস্তিত্ব টিকিয়ে রাখতেই এখন হিমশিম খেতে হচ্ছে। তাই এখন তারা তৃণমূলের সাথে মিশে যাক । গান্ধীবাদী ও সুভাষবাদ নিয়ে একসাথে লড়াই করব।