সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ভূমিকম্পে কাঁ’প’লো অসম, কম্পন অনুভূত হ’লো বাংলার এ’কা’ধি’ক জেলায়

আজ সকালে আবার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ অসম ও মেঘালয়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিনের ভূমিকম্পের মাত্রা অবশ্য কম ছিল। তবে আচমকা ভূমিকম্পের দরুন আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২ ম্যানিটিউড। অসমের গোয়ালপাড়ায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। যে কারণে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে।

অসমের এই ভূমিকম্পের কারণে কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও কেঁপে উঠেছে আজকের ভূমিকম্পে। ভূমিকম্পের কারণে আতঙ্কের জেরে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। পম্পা পোদ্দার নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সকালে ঘুম থেকে ওঠার পরেই আচমকা ভূমিকম্প শুরু হয়।

ভূমিকম্পের কারণে ঘরের দেওয়াল কাঁপতে থাকে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রসঙ্গত, ইতিপূর্বেও বহুবার উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। যে কারণে বাসিন্দাদের মনে ভূমিকম্প নিয়ে আশংকা থেকেই গিয়েছে। তবে আজকের ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল কম। তবুও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকার বাসিন্দাদের।