সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়া-ইউক্রেন সং’ঘা’তে ব’ড়ো বা’র্তা মার্কিন বিদেশ সচিবের

দেখতে দেখতে তিন দিন হয়ে গেল ইউক্রেনে ঢুকে পড়েছে রাশিয়া। মরিয়া পুতিন সব দিক থেকে ইউক্রেনকে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন টুইট করলেন রাশিয়ার সাধারণ মানুষের উদ্দেশে।

তিনা জানালেন এই যুদ্ধ একেবারেই অকারণ। টুইটারে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ”সম্পূর্ণ সুরক্ষা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আপনাদের যেমন রয়েছে, অন্য সকলেরও রয়েছে।

কেউই আপনাদের বিপদে ফেলতে চাইছে না। ইউক্রেনে থাকা আপনাদের প্রতিবেশী, বন্ধু ও পরিবারের সঙ্গে এই অকারণ যুদ্ধের কোনও প্রয়োজন নেই আপনাদের। ইউক্রেনের মানুষও আপনাদের মতোই শান্তিতে থাকতে চান।”

আরো পড়ুন: Iphone এত কম দা’মে, আ’গে কোনোদিন পাওয়া যায় নি, গোটা বি’শ্ব অ’বা’ক

সাধারণ মানুষ আসলে রাশিয়াতেই পুতিনের বিরুদ্ধে রাজপথে নেমেছেন। তাঁরা জানিয়েছেন, যুদ্ধ তাঁরা চান না। পুতিন যেন ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেন। বিক্ষোভকারীদের আরও উসকে সুকৌশলে রাশিয়ার উপরে আমেরিকা চাপ তৈরি করতে চাইছে বলে মনে করা হচ্ছে।

এমনকি, ইংরাজির পাশাপাশি এই টুইট করা হয়েছে রাশিয়ান ভাষাতেও, যাতে রাশিয়ার কোনও সাধারণ মানুষকেই সমস্যায় না পড়তে হয়।