সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: পেঁয়াজ চাষের জন্য মা’সি’ক বেতন প্রা’য় লক্ষ টা’কা! শত-শত যুবক করছে আবেদন

স্রেফ পেঁয়াজের চাষ করলেই পাবেন প্রতি মাসে এক লক্ষ দশ হাজার টাকা! এর জন্য দরকার নেই পড়াশোনার কোনো বড়োসড়ো ডিগ্রির। কেবল মাধ্যমিক পাস হলেই হবে। তবে এই চাকরি পেতে হলে যেতে হবে দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা সম্প্রতি এমন সুবর্ণ সুযোগ এনে হাজির করেছে চাকরিপ্রার্থীদের কাছে।

পৃথিবীর প্রায় সমস্ত দেশেই কেরালিয়ানদের দেখতে পাওয়া যায়। ভারতবর্ষের দক্ষিণের এই রাজ্য থেকে যুবক-যুবতীরা রুজি রোজগারের তাগিদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। গত বুধবার তিরুবনন্তপুরম এই সংক্রান্ত একটি সেমিনারের আয়োজন করেছিল দক্ষিণ কোরিয়ান সংস্থা।

তিরুবনন্তপুরমে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রমোশন কনসালট্যান্ট (ওডিইপিসি) দ্বারা আয়োজিত এই সেমিনারে ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ সহ প্রায় ৭০০ জন যুবক অংশগ্রহণ করেছিলেন। বেতনের পরিমাণটা সত্যিই ভীষণ আকর্ষণীয়। কৃষি কাজ করতে যারা আগ্রহী তারা এই সুযোগ নিতেই পারেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই প্রায় পাঁচ হাজারেরও বেশি আবেদন পত্র পেয়েছেন তারা। সংস্থার তরফ থেকে নির্ধারিত শর্তে জানানো হয়েছে, মাসিক 28 দিন কাজ করতে হবে কর্মীদের। মাসে ছুটি পাবেন দুদিন। প্রতিদিন 9 ঘন্টা কাজ করতে হবে। দক্ষিণ কোরিয়ার সিনান এবং মুয়ান দ্বীপপুঞ্জে পেঁয়াজের খামারে কাজ করার জন্য 100 জনকে নিয়োগ করা হবে। নিজেদের খাবার এবং থাকার জায়গা নিজেদেরকেই করতে হবে।