সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়ায় কংগ্রেসে বি’রা’ট ভাঙ্গন, প্রাক্তণ মুখ্যমন্ত্রী সহ ৮ বিধায়ক বিজেপির ঝা’ন্ডা তু’লে নিলেন

গোয়ায় এবার কংগ্রেসের বিধায়ক সংখ্যার পতন ঘটল। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগিম্বর কামাত ও বিরোধী দলনেতা মাইকেল লোবো এসে যোগদান করল বিজেপিতে। মোট ৮ জন কংগ্রেস বিধায়ক আজ বিজেপিতে যোগদান করেছে যার কারণেই এখন গোয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা নেমে দাড়ালো ৩ জনে।

জানা যায় আজ গোয়ার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন দিগম্বর কামাত ও মাইকেল লোবো। নিয়ম অনুযায়ী দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক যদি দল ত্যাগ করে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু দল ত্যাগের বিরোধী আইন প্রযোজ্য হবে না। এটা কিন্তু নতুন নয় এর আগেও দল ত্যাগ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসছিল।

দিগম্বর কামাত নাকি এর আগে দিল্লিতে গিয়ে নেতাদের সাথে সমস্ত আলোচনা সেড়ে এসেছিলেন বলে খবর। কংগ্রেস ছেড়ে নাকি তিনি বিজেপিতে যোগদান করতে চলেছে এই গুঞ্জন অনেক দিন থেকে উঠে আসছিল, শোনা যাচ্ছিল সে তিনি নাকি বিজেপি নেতাদের সাথেও দেখা করেছিলেন।

আরো পড়ুন: এবার ব’ড়ো সিদ্ধান্ত নিলো মোদি সরকার, এই জাতিকে ST-তে অ’ন্ত’র্ভু’ক্ত ক’রা হলো

তাদের নাকি আশ্বাস এমনটাও দেওয়া হয়েছিল যে বিজেপিতে যোগদান করলে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। তবে এই ব্যাপারটা কংগ্রেসের মধ্যে জানাজানি হয়ে যায়। তাই আর বিধায়কেরা তেমন একটা আগ্রহ দেখায় নি।

তবে এবার সেই সকট মোচন করলেন ব্যার্থকংগ্রেসের নেতৃত্ব। তাদের বুঝিয়ে দলে রাখতে সেই সময়ে সক্ষম হয়েছিল ঠিকই কিন্তু তারপরে আর সেই চেষ্টা বৃথাই হয়ে গেল। শেষ পর্যন্ত তারা কংগ্রেসের বাধন ছিড়ে বেরিয়েই আসলেন।