সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ব’ড়ো সিদ্ধান্ত নিলো মোদি সরকার, এই জাতিকে ST-তে অ’ন্ত’র্ভু’ক্ত ক’রা হলো

বলা যেতে পারে এটি একটি বড় পদক্ষেপ নরেন্দ্র মোদির মন্ত্রিসভার। এতদিন যারা এই সুযোগ থেকে বঞ্চিত ছিল তাদের সেই সুযোগ করে দিল কেন্দ্রীয় সরকার।

উত্তরপ্রদেশের মোট ১৩ জেলার গোন্ড জাতিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিতে যুক্ত করা হলো। জানা যাচ্ছে গোন্ড জাতির ৫ কী উপজাতিকে এস সি ও এসটি তে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধুরিয়া, নায়ক , ওঝা, পাথারি ও রাজগোন্ড এই উপজাতি গুলোকে একত্রে এস সি এসটি তে যুক্ত করা হয়েছে। এই খবরে দারুণ ভাবে খুশী তারা। কারণ এতদিন অনেক সরকারি সাহায্য থেকে বঞ্চিত ছিল তারা।

আরো পড়ুন: কোহিনুর হী’রে প্রভু জগন্নাথ দেবের! ফি’রি’য়ে আনতে রাষ্ট্রপতিকে চিঠি ওড়িশার ধ’র্মী’য় সংগঠনের

কিন্তু এবার তাদের সেই আশা পূরণ হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত তাদের গোষ্ঠীকে আরও অনেকটাই এগিয়ে নিয়ে যাবে ও সাথে সরকারি ছাড় বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এই ছাড় তাদের অনেক কাজে লাগবে।