সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ৮ বছর বয়সে মার্কিন শিশু লি’খে ফেললো গো’টা উপন্যাস! লাইব্রেরিতে ল’ম্বা লাইন

মাত্র আট বছর বয়সেই জনপ্রিয় লেখক হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বালক। ডিলোন হেলবিগ নামের ওই ছোট শিশুটি উপন্যাস লিখে ফেলেছে। সেরা ইয়ং রাইটারের পুরস্কার জিতে নিয়েছে এই শিশুটি। লেখক সমাজে ইতিমধ্যেই তাকে নিয়ে চর্চা হতে শুরু করেছে। সেরা ইয়ং রাইটার হিসেবে হুডিনি পুরস্কারও জিতে নিয়েছে এই ছোট্ট শিশু। তার এই সাফল্যের পেছনে রয়েছে একটি মজার কাহিনী।

মাত্র আট বছর বয়সেই জনপ্রিয় লেখক হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বালক। ডিলোন হেলবিগ নামের ওই ছোট শিশুটি উপন্যাস লিখে ফেলেছে। সেরা ইয়ং রাইটারের পুরস্কার জিতে নিয়েছে এই শিশুটি। লেখক সমাজে ইতিমধ্যেই তাকে নিয়ে চর্চা হতে শুরু করেছে। সেরা ইয়ং রাইটার হিসেবে হুডিনি পুরস্কারও জিতে নিয়েছে এই ছোট্ট শিশু। তার এই সাফল্যের পেছনে রয়েছে একটি মজার কাহিনী।

কাহিনীটি তার ঠাকুমাকে কেন্দ্র করে। যিনি তার ছোট্ট নাতিকে সঙ্গে স্থানীয় লাইব্রেরীতে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি তার নাতির হাতে লেখা উপন্যাস নিয়ে পৌঁছান। এতেই নাকি আট বছরের শিশুটি আস্ত একটি উপন্যাস লিখে ফেলেছে।

উপন্যাসের নাম দ্য অ্যাডভেঞ্চার অফ ডিলোনস ক্রিসমিস। লাইব্রেরীতে কিছুদিন ঘোরাফেরা করছিল শিশুটি। তারপর একদিন তিনি সকলের অজান্তেই লাইব্রেরীর চিল্ড্রেন বিভাগে তার হাতে লেখা নোটবুক রেখে দেয়।

এর কিছুদিন পরে সে তার ঠাকুমাকে সম্পূর্ণ বিষয়টি জানায়। তারপর ঠাকুরমা নোটবুক আনতে লাইব্রেরীতে উপস্থিত হন। ততক্ষণে ওই নোটবুক শোরগোল ফেলে দিয়েছে লাইব্রেরীতে।

আরো পড়ুন: পুনরায় সিঙ্গুর-নন্দীগ্রাম হ’তে দে’ব না! বিমানবন্দরের জমি নিয়ে ব’ড়ো বা’র্তা মমতার

https://www.facebook.com/adacommunitylibrary/posts/1288372494906517

ডিলোনের হাতে লেখা উপন্যাস পড়ার জন্য তখন ভিড় জমাচ্ছেন পাঠকরা। এমনটা যে হবে তা ঘুণাক্ষরেও আন্দাজ করেননি কেউ। এই মুহূর্তে ওই আট বছরের শিশুটির হাতে লেখা নোটবুক মার্কিন যুক্তরাষ্ট্রের বেস্টসেলার হয়েছে।

এই বইতে ডিলোন তার পরিবারের ক্রিসমাস পালন নিয়ে নানা রকমের মজার মজার কথা লিখেছে। গ্রাফিক নভেলের কায়দাতে সে নিজের মতো করে ছবি এঁকেছে। তার এমন নোটবুক দেখে নামজাদা লেখকরাও তার প্রশংসা করছেন।

আরো পড়ুন: LIC-র নতুন ধামকাদার স্কি’ম, একবার প্রিমিয়াম দিলেই মা’সে মা’সে মিলবে টা’কা

এদিকে যাকে নিয়ে এত শোরগোল, সে কিন্তু এ বিষয়ে বিন্দু-বিসর্গও আঁচ করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বেস্টসেলার অথর এখন নির্বিকার হয়ে নিজের খেয়ালে রয়েছে।