সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সনাতন ধ’র্মে’র স্বস্তিক চিহ্ন ও পদ্ম কি অ’র্থ ব’হ’ন করে?

প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু প্রতীক থাকে এবং সেই প্রতীকের আলাদা কিছু মাহাত্ম্য থাকে। ইসলাম ধর্মের প্রতীক হিসেবে যেমন আমরা দেখতে পাই অর্ধচন্দ্র, যেমন খ্রিস্ট ধর্মের প্রতীক হিসাবে আমরা দেখতে পাই ক্রস এবং ঘন্টা তেমনই হিন্দু ধর্মের চিহ্ন হিসেবে আমরা দেখতে পাই স্বস্তিককে। শুধুমাত্র স্বস্তিক নয় স্বস্তিক ছাড়াও বেশকিছু এমন জিনিস থাকে যা দ্বারা আমরা হিন্দু ধর্মকে চিহ্নিত করতে পারি খুব সহজেই। চলুন জেনে নেওয়া যাক সেই চিহ্ন গুলি কি কি।

ওম: এই শব্দটির উচ্চারণ অতীব পবিত্র। প্রত্যেকদিন এই শব্দের উচ্চারণ করতে পারলে মানসিক এবং শারীরিক শক্তির বিকাশ ঘটবে। এই শব্দটি ঈশ্বরের তিনটি কর্মকে নির্দেশ করে যেমন সৃষ্টি স্থিতি এবং বিনাশ।

স্বস্তিক চিহ্ন: এই চিন্হর মধ্যে সব ধর্মের মানুষের কল্যাণ নিহিত আছে। পূজা পাঠের সময় এই চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নের মধ্যে থাকে প্রচুর শক্তি। এই চিহ্ন বাড়ির দরজার ওপর একে রাখলে কোন অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না।

ঘট: প্রত্যেক পূজার সময় ঘট স্থাপন করতে আমরা দেখতে পাই।এই ঘট অত্যন্ত মঙ্গলের চিহ্ন। যেকোনো মাঙ্গলিক কাজেই ঘট স্থাপন করা হয়।

ফুল: ঈশ্বর সৃষ্ট সবথেকে সুন্দর জিনিস হল ফুল। ফুল ছাড়া ঈশ্বরের পূজা করা যায় না। তবে নষ্ট হয়ে যাওয়া অথবা ফুল চুরি করি সেই ফুল দিয়ে পুজো করলে ঈশ্বরের পূজা হয়না। ঈশ্বরকে ফুল অর্পণ করার অর্থ হলো, আমাদের জীবন যেন ফুলের মত প্রস্ফুটিত হয়।

পদ্ম: পদ্মফুল কে হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়। পদ্ম জল স্থল উভয় স্থানে জন্মায়। পাকে জন্মে বলে পদ্ম কে বলা হয় পঙ্কজ। পদ্মফুল যে কোন পুজো বিশেষ করে দুর্গাপূজাতে ব্যবহার করা হয়।