সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই কোম্পানি মোটরসাইকেলে সবথেকে সস্তায় ডিস্কব্রেক দি’চ্ছে, সাথে পাবেন দুর্দান্ত মাইলেজ

ভারতের কমইউটার সেগমেন্টের মোটরসাইকেল গ্রাহকদের মধ্যে Bajaj Platina 110-এ মডেল বেশ জনপ্রিয়। Bajaj Platina 110-এ ইলেকট্রনিক ইনজেকশন প্রযুক্তি ব্যবহার হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের জন্য উল্লেখযোগ্যভাবে বেশি মাইলেজ পাওয়া যায় এই বাইকে।

এই বাইকে রয়েছে একটি 115.45 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে 7000 rpm-এ সর্বোচ্চ 8.44 bhp শক্তি ও 5000 rpm-এ সর্বোচ্চ 9.81 Nm টর্ক পাওয়া যায়। সর্বোচ্চ 90 kmph বেগে ছুটতে পারে এই মোটরসাইকে।

সঙ্গে থাকছে একটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। বাজেট সেগমেন্টের এই মোটরসাইকেলে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার হয়েছে। Bajaj Platina 110-এর সামনে থাকছে হাইডোলিক টেলিস্কোপিক ফর্ক।

আরো পড়ুন: পুলিশের পদোন্নতি ও ভাতা বৃ’দ্ধি নিয়ে ব’ড়ো ঘো’ষ’ণা মমতার

পিছনে থাকছে SOS নাইট্রক্স ক্যানিস্টার। এই মোটরসাইকেলের প্রধান আকর্ষন ডিস্ক ব্রেক। এটাই ভারতের সবথেকে সস্তা মোটরসাইকেল যেখানে ডিস্ক ব্রেক পাবেন।

যদিও শুধুমাত্র সামনের চাকায় ডিস্ক ব্রেক দিয়েছে Bajaj Auto। সামনের চাকায় থাকছে 240 mm ডিস্ক ব্রেক। অন্যদিকে কোম্পানি পিছনের চাকায় একটি 110 mm ড্রাম ব্রেক দিয়েছে।