Home আন্তর্জাতিক মেয়ের আইকার্ড চু’রি করে ছাত্রী সেজে কলেজের ছাত্রদের সা’থে প্রে’মে’র স’ম্প’র্ক মায়ের,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়ের আইকার্ড চু’রি করে ছাত্রী সেজে কলেজের ছাত্রদের সা’থে প্রে’মে’র স’ম্প’র্ক মায়ের, হ’লো জরিমানা

আজকলকার দিনে এমন সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে। সম্প্রতি আমেরিকাতে ঘটেছে এক আজব কান্ড। মেয়ের কলেজের পরিচয়পত্র চুরি করেছেন মা, তা-ও আবার কলেজের ছেলেদের সঙ্গে ফ্লার্ট করার জন্য! আমেরিকার মিসুরীতে বসবাসকারী ৪৮ বছরের লরা অগলেসবি নিজের ২২ বছরের মেয়ে লরেন হেজের পরিচয়পত্র চুরি করেছেন। মেয়ের পরিচয়পত্র চুরি করার কারণস্বরূপ জানা গেছে, তাঁর মেয়ে যে সকল সুবিধা পায়, সেই সব সুবিধা তিনি নিজে পেতে চান এবং তাঁর মেয়ের কলেজে গিয়ে সেখানকার ছেলেদের সঙ্গে রোম্যান্স করতে চান। এই সব কান্ড লরা অগলেসবি শুরু করেছিল ২০১৬ সালে, যখন তাঁর বয়স ছিল ৪৩ বছর। সেই সময় লরা ছিলেন আরকানসাসের বাসিন্দা।

মিসুরীর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়েছে যে, লরা অগলেসবি তার মেয়ে লরেন হেজের পরিচয়পত্র পেয়েছিলেন মেলের মাধ্যমে। লরেন হেজের পরিচয়পত্র ব্যবহার করে তার মা লরা অগলেসবি মিসুরি থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন। এর পরে লরা মিসুরীর একটি ছোট শহর মাউন্টেন ভিউতে শিফট করে যান এবং সেখানে তিনি তাঁর মেয়ে লরেন হেজের নাম এবং বয়স চুরি করে নেন। সুতরাং লরেন হেজের পরিচয়পত্রের মাধ্যমে লরা অগলেসবি হয়ে যান লরেন হেজ। সেখানে তিনি সবাইকে জানান যে, তিনি ওয়েস্ট ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ের এক জন ছাত্রী, যিনি সেখানকার লাইব্রেরিতে কাজ করেন। পুলিশ জানিয়েছে যে, সেই সময় লরা অনেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই যুবকরাও মনে করতেন যে, লরা অগলেসবি এক জন ২২ বছর বয়সি মহিলা।

যে বাড়িতে লরা অগলেসবি থাকতেন সেই বাড়ির দম্পতি পুলিশকে জানিয়েছেন যে, লরা অগলেসবি নিজেকে ২২ বছরের বলে দাবি করতেন এবং নিজে ১৭ বছর বয়সের মেয়ের মতো অভিনয় করতেন। লরা নিজেকে এক জন সাদা-সিধে বোকা হিসেবে সকলের সামনে তুলে ধরতেন, কারণ তিনি চাইতেন, সবাই যেন তাঁকে পছন্দ করেন। এখানেই থেমে থাকেননি লরা, মেয়ের নাম করে প্রায় ১৯ লক্ষ টাকা ধারও নিয়েছেন। লরা অগলেসবিকে ৫ বছরের হাজতবাসের শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও মেয়ে লরেন হেজের পরিচয় ব্যবহার করার অপরাধে লরাকে জরিমানা করা হয়েছে ১৩ লক্ষ টাকা।