সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা’য় এই বাঁ’কা লাইন কেন থাকে? কতটা গুরুত্বপূর্ণ?

ভারতীয় মুদ্রার নোটে বাঁকা লাইনগুলি থাকে। এই লাইনগুলি লক্ষ্য করেন তবে অবশ্যই দেখেছেন যে নোটের পরিমান অনুসারে তাদের সংখ্যা পরিবর্তিত হয়।

আসলে, এই লাইনগুলির দ্বারা এই নোটগুলির সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয়। জেনে নেওয়া যাক 100, 200, 500 এবং 2000 টাকার নোটে থাকা এই লাইনগুলোর অর্থ কী?। নোটে থাকা এই লাইনগুলোকে বলা হয় ‘ব্লিড মার্কস’।

এই ‘ব্লিড মার্কস’ তৈরি হয়েছে বিশেষভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। নোটের উপর এই লাইনগুলি শুধুমাত্র স্পর্শ করে তারা বলতে পারে সেগুলি কত টাকার নোট। তাই 100, 200, 500 ও 2000 টাকার নোটে বিভিন্ন নম্বর লাইন করা হয়েছে।

আরো পড়ুন: শাশুড়ি নীতা আম্বানিকেও ট’ক্ক’র দিচ্ছেন পুত্রবধূ, বিলাসবহুল জীবনযাপনের ক’থা চর্চার বি’ষ’য় সকলের

এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা যারা নোট চিনতে পারেনা তাদের যে সুবিধা হয় তা এককথায় বলা যায়। এবার নোটের দাম দেখে নেওয়া যাক। এই লাইনগুলো আসলে নোটের মূল্য বলে।

100 টাকার নোটে দুই পাশে যেমন চারটি লাইন আছে, যা অন্ধভাবে স্পর্শ করলেই বোঝা যায় এটা 100 টাকার নোট। একই ভাবে 200 টাকা নোটের উভয় পাশে চারটি