Home লাইফস্টাইল কালীপুজোতে হাতে যদি বাজি ফে’টে যায় অথবা শরীরের কোন অংশ পু’ড়ে যায়...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কালীপুজোতে হাতে যদি বাজি ফে’টে যায় অথবা শরীরের কোন অংশ পু’ড়ে যায় তবে কি করবেন জেনে নিন

ছোট-বড় প্রত্যেকেই বাজি ফাটাতে আমরা ভালবাসি, যদিও এবছর শব্দ বাজি নিষিদ্ধ করা হয়েছে, তাই আশা রাখা যায় আদালতের এই সিদ্ধান্তকে সবাই মান্যতা দেবে, কোথাও যেন সেই সিদ্ধান্তের অবমাননা না করা হয়। তবে যেসব পরিবেশবান্ধব বাজি গুলিকে ছাড় দেয়া হয়েছে সেগুলিও অত্যন্ত সতর্কতার সাহায্যে পোড়ানো উচিত, কারণ অনেক সময় পোড়াতে গিয়ে আমাদের শরীরের কোন অংশে পুড়ে যায় বা ঘটে যায় দুর্ঘটনা। আবার কখনো বাজি ফাটাতে গিয়ে সেটি হাতেই ফেটে গিয়ে, বীভৎস দুর্ঘটনার সম্মুখীন হই আমরা।

প্রতিবছরই তাই আট থেকে আশি সবারই সাবধানতা অবলম্বন করা উচিত। তাই কিছু জিনিস খেয়াল রাখা উচিত বাজি ফাটাবার আগে, যেমন প্রথমত সুতির পোশাক পরা যাতে সহজে আগুন না লাগে, এমনকি ফোসকা পড়ার সম্ভাবনাও কমে, এছাড়াও হলুদ জল গুলে সেই মিশ্রণ পোড়া জায়গায় লাগালে কিছুটা উপশম পাওয়া যায়। তবে এই সমস্ত জায়গায় সবথেকে ভালো কাজ করে মধু।

মধুর যে ঠান্ডা ভাব আছে তা পোড়া জায়গায় লাগালে চটজলদি উপশম পাওয়া যায়। এমনকি সংক্রমণের হাত থেকেও রক্ষা করে মধু, কিন্তু শুধুমাত্র আলতো হাতে লাগিয়ে দিতে হবে, কোন মালিশ করা যাবে না। এছাড়া অনেকটা জায়গা পুড়ে গেলে এবং সেই ক্ষত স্থানে অ্যালোভেরা জেলও লাগানো যেতে পারে।

তবে সচরাচর আমরা হাতের কাছে যা পেয়ে থাকি তাহল দাঁত মাজার পেস্ট, যা কোন স্থান পুড়ে গেলে আমরা সচরাচর ব্যবহার করে থাকি এবং তার উপকারিতাও আমরা সকলেই জানি। এ তো গেল সামান্য ক্ষতস্থানের কথা তবে খুব বেশি বাড়াবাড়ি হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, না হলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে আরও বড় কিছু বিপদ ঘটে যেতে পারে।